নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার (Thursday) সকালে উত্তরপ্রদেশের (Uttarpradesh) রামপুরে (Rampur) রওনা হয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। কিন্তু দিল্লি (Delhi) থেকে রামপুর যাওয়ার সময় পথ দুর্ঘটনার (Accident) কবলে পড়ল প্রিয়াঙ্কার কনভয়।
সুত্রের খবর, রামপুর যাওয়ার পথে প্রিয়াঙ্কার কনভয়ের কয়েকটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। কনভয়ের কোন একটি গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় গাড়ির চালকটি নিরুপায় হয়ে হঠাত ব্রেক কষেন। ফলে পিছনের গাড়িগুলির মধ্যে একে অপরের সাথে ধাক্কা লাগে। তবে কোন ক্ষয় ক্ষতির খবর নেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই দুর্ঘটনার সংবাদে প্রাথমিক ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কোনও চালক অথবা দলের কোনও নেতাও আহত হননি এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন নেত্রী প্রিয়াঙ্কাও।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন নয়াদিল্লিতে কৃষকদের ট্র্যাকটর র্যালিতে ট্র্যাকটর দুর্ঘটনায় মৃত্যু হয় নভরিৎ সিং নামে এক কৃষকের। সেই নিহত কৃষকপরিবারের সঙ্গেই দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতৃবৃন্দরা।