কলকাতানিউজরাজ্য

এইদিন থেকে আরও নামবে পারদ, রাজ্যেবাসীকে আগাম জানাল আবহাওয়া দফতর

Advertisement
Advertisement

কলকাতা: ইতিমধ্যেই রাজ্য জুড়ে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। এই একই পরিস্থিতি আগামী ১০ ফেব্রুয়ারি (February) পর্যন্ত রাজ্যে থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত দু’দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও জমিয়ে শীতের (Winter) পরিস্থিতি এখনও রয়েছে রাজ্য জুড়ে। তবে গতকাল, বুধবারের (Wednesday) থেকে ১ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়।

Advertisement
Advertisement

আগামী দু’দিন সামান্য বাড়বে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার কলকাতায়সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি নিচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৪ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়নি।

Advertisement

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ফলে কিছুটা আটকে উত্তুরে হাওয়া। তবে পশ্চিমী ঝঞ্জা সরে গেলে পুনরায় তুষারপাত হবে উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। যার ফলে রাজ্যে ফের উত্তরে হওয়ার প্রবেশ হবে এবং তাপমাত্রা আরও নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button