Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনেতা দেবকে প্রকাশ্যে আলিঙ্গন এবং চুম্বন এক কলেজ ছাত্রীর, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলো দেব। তিনি যেমন টলিউডের সুপারস্টার সেরকম বাংলার সংসদ। বর্তমান যুগের মহানায়ক দেবের ভক্তের সংখ্যা বিশাল। তারমধ্যে মহিলা ভক্তদের সংখ্যা গুনে শেষ করা যাবে না। নিজের…

Avatar

By

বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলো দেব। তিনি যেমন টলিউডের সুপারস্টার সেরকম বাংলার সংসদ। বর্তমান যুগের মহানায়ক দেবের ভক্তের সংখ্যা বিশাল। তারমধ্যে মহিলা ভক্তদের সংখ্যা গুনে শেষ করা যাবে না। নিজের জীবনে খুবই স্ট্রাগেল করে আজকে মহানায়ক হয়েছে। তার অভিনয়ের দক্ষতা যথেষ্ট প্রশংসনীয়। বর্তমানে থাকে টেলিভিশন পর্দায় দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো’র বিচারক হিসেবে।ঘটনাক্রমে তিনি ‘অগ্নিশপাথ’ চলচ্চিত্র দিয়ে বাংলা চলচ্চিত্রের সূচনা করেছিলেন। তারপরে তিনি রবি কিনাগি প্রযোজিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘আই লাভ ইউ’ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন। তারপর থেকে অসংখ্য সুপারহিট বাংলা ছবি তিনি করতে থাকে। তার একের পর এক সুপারহিট সিনেমার দর্শকদের মন কেড়ে নেয়। তবে তাঁর জীবনের এক অনবদ্য কাজ,২০১৩ সালে মুক্তি পাওয়া ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘ চাঁদের পাহাড়’ সিনেমাটি।

একাধারে জনপ্রিয় অভিনেতা বাংলার সংসদ দেবের সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ক্যামেরাবন্দি করা হয় দেবের প্রেমিকার রুক্মিণীর বাংলাদেশের এক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। এখানেই থেকে ঘিরে ধরে অসংখ্য মহিলারা। বাস্তব জীবনে অত বড়ো অভিনেতা হওয়া সত্ত্বেও দেবের কোন অহংকার নেই, সে প্রতিটি ভক্তের সাথে হাসিখুশি ভাবে সময় কাটাতে থাকে। মেয়েগুলি কেউ কেউ তাকে জড়িয়ে ধরে আবার কেউ অটোগ্রাফের জন্য পাগল আবার কেউ তাকে প্রকাশ্যে চুম্বনের পদক্ষেপ নেয়। এতোটুকু বিরক্ত না হয় অভিনেতা তার ভক্তদের সমস্ত আবদার মেটাতে থাকে। অভিনেতা দেব কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল হয়ে থাকে তবে ভক্তদের তার প্রতি ভালোবাসার কাছে এই ক্ষুদ্র ট্রোলগুলো হার মেনে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেবের বাংলাদেশ সফরের কিছু মুহূর্ত আমরা দেখতে পাই ইউটিউবের আউটডোর মিডিয়া নামক একটি বিনোদন চ্যানেল থেকে। অভিনেতার এই ভিডিওটির ভিউয়ার্স প্রায় এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি।

About Author