এই দশকের প্রথম বাজেট ঘোষণার পর কৃষক আন্দোলনকে আরও বৃহত্তর আকারের রূপ দিতে আগামী শনিবার দেশ জুড়ে চাক্কা জ্যাম করার ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকরা। আর তারপরেই মোদি সরকারের পক্ষ থেকে কৃষক আন্দোলনকে রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গাজিপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। পোঁতা হয়েছে রাস্তায় পেরেক। কার্যত ঘেরাটোপ করে রেখেছে দিল্লি প্রশাসন। যাতে কোনওভাবেই কৃষকরা নিজেদের আন্দোলন নিয়ে এগিয়ে যেতে না পারে।Delhi: Latest visuals from Tikri border where farmers are protesting against #Farmlaws.
— ANI (@ANI) February 2, 2021
Security deployment continues in the area. pic.twitter.com/eZ3IC9qraI
প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মেশিকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লি। কুচকাওয়াজের আগেই দিল্লি পুলিশের শর্ত লঙ্ঘন করে নিজেদের ট্রাক্টর মিছিল শুরু করে দিয়েছিল আন্দোলনরত কৃষকরা। যার ফলে হরিয়ানা থেকে সিঙ্ঘু সীমান্ত সর্বত্র কাঁদানে গ্যাস থেকে লাঠিচার্জ, গুলি ছুঁড়তে থাকে পুলিশ। যার ফলে প্রাণ যায় এক কৃষকের। সেই রেশ এখনও কাটেনি ঠিকমতন দিল্লিতে। আর তার মধ্যেই শনিবার কৃষকদের এই চাক্কা জ্যাম কী আকার নিতে চলেছে, এখন সেটাই দেখার।pPolice have put nail barricades as if it was some rival army that they had to stop. Captain Amarinder Singh, you are the CM, you should be on the Delhi borders with farmers. Why don't you arrange a helpdesk for them and join them at the camps?: Bhagwant Mann, AAP MP from Punjab pic.twitter.com/BthfHohmu7
— ANI (@ANI) February 2, 2021