Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বাজেটের ফলস্বরূপ কমল টেক হোম স্যালারির পরিমাণ, কাটছাঁট হবে প্রভিডেন্ট ফান্ডেও

নয়াদিল্লি: গতকাল, সোমবার (Monday) ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ হয়েছে। তৃতীয়বারের জন্য মোদি সরকারের (Modi Govt) হয়ে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman), যা এই দশকের প্রথম…

Avatar

নয়াদিল্লি: গতকাল, সোমবার (Monday) ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ হয়েছে। তৃতীয়বারের জন্য মোদি সরকারের (Modi Govt) হয়ে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman), যা এই দশকের প্রথম বাজেট। তবে এবারের এই বাজেটে আয়কর পরীক্ষার সময় কোনও পরিবর্তন করা হয়নি। তবে যেই নতুন ওয়েজ বোর্ড তৈরি হয়েছে, তাতে টেক হোম স্যালারির পরিমাণ কমতে চলেছে, এমনটা বলাই যায়। এমনকি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও কাটছাঁট করা হবে। সব মিলিয়ে চাকরিজীবীরা এক কথায় এই বাজেট ঘোষণার পর জোড়া ধাক্কা খেল, এমনটাই মনে করছেন অনেকে।

সোমবার বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমন জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি বেতন থেকে জমা পড়লেই তা করের আওতায় চলে আসবে৷ অথচ অবসরকালীন সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখাই চাকরিজীবীদের প্রথম পছন্দ৷ এতদিন পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড থেকে করমুক্ত আর্থিক রাশি পাওয়ার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা ছিল না৷ গত বছর বাজেটে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারীর অনুদানের বার্ষিক ঊর্ধ্বসীমা সাড়ে ৭ লক্ষ টাকায় বেঁধে দেওয়া হয়৷ এবার বছরে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা দিলে টাকা তোলার সময় সেখান থেকে কর কাটা হবে, এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সব মিলিয়ে চাকরিজীবীদের কপালে চিন্তার ভাঁজ পড়ল, এমনটা বলাই যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author