Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজেটের পর বৃহত্তর কৃষক আন্দোলনের হুমকি, শনিবার হবে চাক্কা জ্যাম

নয়াদিল্লি: দেশ জুড়ে দু'মাসেরও বেশি কৃষক (Farmers) আন্দোলন চলছে। এই আবহে ২০২১ সালের বাজেটে (Budget) নিজেদের কৃষক দরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিল কেন্দ্রের মোদী সরকার (Central Govt)। কেন্দ্রীয় বাজেটের…

Avatar

নয়াদিল্লি: দেশ জুড়ে দু’মাসেরও বেশি কৃষক (Farmers) আন্দোলন চলছে। এই আবহে ২০২১ সালের বাজেটে (Budget) নিজেদের কৃষক দরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিল কেন্দ্রের মোদী সরকার (Central Govt)। কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এই বছর বাজেটে গ্রাম এবং কৃষকদের চাহিদাকে তুলে ধরা হয়েছে। কৃষি ক্ষেত্রের উন্নয়ন আর কৃষকদের আয় বাড়াতে এই বাজেটে পরিকল্পনা রয়েছে।’ কিন্তু সেদিনই দিল্লি (Delhi) সীমান্তে আন্দোলনরত কৃষকরা আরও বড় আন্দোলনের ডাক দিলেন। সংযুক্ত কৃষক মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি (February) শনিবার (Saturday) দেশ জুড়ে ৩ ঘণ্টার  ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রের  তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে, এই দাবিতে অনড় কৃষকরা।  সাধারণতন্ত্র দিবসের দিন তাঁদের ট্রাক্টর ব়্যালিকে কেন্দ্র করে ছড়ানো হিংসার পর কিছুটা প্রাণ হারিয়েছিল আন্দোলন। কয়েকটি সংগঠন আন্দোলন থেকে সরেও দাঁড়ায়।  তবে কৃষক নেতা রাকেশ টিকাইতের নেতৃত্বে নতুন করে দানা বাঁধছে আন্দোলন। সোমবার কেন্দ্রীয় বাজেট পেশের দিনই সংসদ ভবন অভিযানের কথা ছিল কৃষকদের। যদিও সেই কর্মসূচি পরে বাতিল হয়। তার পরেই  নতুন কর্মসূচি হিসেবে আগামী শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ৩ ঘণ্টার ‘চাক্কা জ্যাম’-এর ঘোষণা করেন কৃষক নেতারা। তাঁরা জানিয়েছেন, ওই সময় দেশের সর্বত্র জাতীয় সড়ক এবং হাইওয়েগুলিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মূলত দিল্লির সিঙ্ঘু ও গাজীপুর সীমানায়  ধরনায় বসেছেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা। কৃষক নেতাদের অভিযোগ, আন্দোলন প্রতিহত করতে ওই এলাকাগুলিতে  ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জল, বিদ্যুতের সংযোগও।  পুলিশ-প্রশাসনের আধিকারিকরা প্রতিনিয়ত হেনস্থা করছেন বলেও তাঁদের অভিযোগ। এই সবের প্রতিবাদেই এই চাক্কা জ্যাম কর্মসূচি বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি নির্মলা সীতারামনের পেশ করা সাধারণ বাজেটের সমালোচনাও করেছেন কৃষক নেতারা।

অন্যদিকে কৃষকদের আন্দোলন রুখতে সচেষ্ট সরকারও। এরমাঝেই সোমবার বাম নেতা মহম্মদ সেলিম-সহ দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনকারী একাধিক ব্যক্তির ট্যু ইটারঅ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে । সোমবার দুপুর থেকে টুইটার অ্যাকাউন্টগুলি দেখা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে কৃষকদের সংযুক্ত মঞ্চ ‘কৃষক একতা মোর্চা’-র অ্যাকাউন্টও। ইতিমধ্যে  কৃষক আন্দোলনের সমর্থনকারী ২৫০টি অ্যাকাউন্ট ব্লক করেছে ট্যুইটার কর্তৃপক্ষ।

About Author