Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোটি টাকা চুরি ডাকাতি করে প্লেনে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে, রাজিবকে নিশানা মমতার

বিশেষ বিমানে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এবার তাকে সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শিলিগুড়ির একটি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়…

Avatar

বিশেষ বিমানে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এবার তাকে সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শিলিগুড়ির একটি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোটি কোটি টাকা চুরি ডাকাতি হয়েছে এবং তাদের চার্টার্ড প্লেন করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন যদিও এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।

লকডাউন এর সময় পরিযায়ী শ্রমিক দের হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল। এই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ তোমাদের পয়সা থাকে না একটা ট্রেনে টিকিট করে দেওয়ার। আর কোটি কোটি টাকা ডাকাতি করে তাদের প্লেনে করে দিল্লি নিয়ে যাচ্ছ।” প্রসঙ্গত পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা বিবাদ হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেছেন,” আমি শুনিনি আমি কোনো মন্তব্য করতে পারবোনা।” এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় বাজেট নিয়ে মন্তব্য করেন,”এটা একটা হুক্কাহুয়া বাজেট। রেল বেসরকারিকরণ, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ, বিএসএনএল বেসরকারিকরণ এবং সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কোন সরকারি কর্মীর চাকরি স্থায়ী নয়। সব তো বিক্রি হয়ে যাচ্ছে।”

তিনি আরো বলেছেন,” কি করেছে বাজেট ভগবান জানে। ভেকধারী সরকারের ফেক ধারী বাজেট। কিছুই নেই এই বাজেটে। কৃষক বিরোধী, জনতা বিরোধী সরকার। সব বিক্রি করে দিচ্ছে।”

About Author