Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“লোকসভায় গোহারা হেরেছি, এবারে প্লিজ পুষিয়ে দেবেন তো?”, উত্তরবঙ্গ সফরে গিয়ে মন্তব্য মমতার

বাংলা বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে আবারও উত্তরবঙ্গ সফরে গেলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি উত্তরবঙ্গে পৌঁছান এবং আগামী চার দিন উত্তরবঙ্গে বিভিন্ন জেলায়…

Avatar

বাংলা বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে আবারও উত্তরবঙ্গ সফরে গেলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি উত্তরবঙ্গে পৌঁছান এবং আগামী চার দিন উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় জনসভা করবেন। আজ বিকেলে তিনি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। সেই মঞ্চ থেকেই তিনি নিজের মুখে তার পরাজয় স্বীকার করে নেয়। তিনি মঞ্চ থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছেন, “আগেরবারের লোকসভা নির্বাচনে আমরা গোহারা হেরেছি।” সেইসাথে তিনি বাংলার মানুষের ওপর অগাধ বিশ্বাসের সাথে ঘোষণা করেছেন, “আমি জানি যে এবার বিধানসভা ভোটে সেটা আপনারা পুষিয়ে দেবেন।”

আজ অর্থাৎ সোমবার উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাঘাযতীন পার্ক এর উৎসব মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারও গেরুয়া শিবিরের বিরুদ্ধে গলায় সুর তোলেন। তিনি আজকের কেন্দ্রীয় বাজেটে তীব্র কটাক্ষ করেন। এছাড়াও তিনি গত বছরের লোকসভা ভোট প্রসঙ্গে মন্তব্য করেন। আসলে ২০১৯লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে কোন আসন পায়নি। উত্তরবঙ্গের ৮ টি আসনের মধ্যে ৭ টি তে জিতেছিল বিজেপি। অন্য বাকি আরেকটি আসন মালদায় জিতেছিল কংগ্রেস। কিন্তু মুখ্যমন্ত্রীর বিশ্বাস উত্তরবঙ্গের মানুষ বিধানসভা নির্বাচনে তাকে খালি হাতে ফেরাবে না। তাই তিনি বলেছেন, “লোকসভায় গোহারা হেরেছি। তাতেও আমার কোন লজ্জা নেই। কিন্তু আমি জানি যে বিধানসভা ভোটে সেটা আপনারা পুষিয়ে দেবেন।” তারপরই উপস্থিত জনতার উদ্দেশ্যে অনুরোধ করে জিজ্ঞাসু ভঙ্গিতে বলেছেন, “প্লিজ পুষিয়ে দেবেন তো?”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও তিনি এদিন উত্তরবঙ্গ থেকে উপস্থিত মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে তিনি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গকে আলাদাভাবে দেখেন না। তার কাছে সবই সমান। তাই তিনি বলেছেন, “আমি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এক নজরে দেখি। সবটা জুড়েই তো আমাদের বাংলা। তাও দেখেন আমি মাঝে মাঝেই উত্তরবঙ্গে চলে আসি।”এছাড়াও তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকটা এমপি নিয়ে গিয়েছে। কিন্তু কিছু কাজ করেনি। সেইসাথে বিদ্রুপ সুরে উপস্থিত জনতাকে বলেছেন, “বিজেপি টাকা দিলে অবশ্যই নিয়ে নেবেন। সেই টাকায় মাংস ভাত খেয়ে নেবেন। তারপর ভোটব্যাংকে গিয়ে উলটে দেবেন।”

About Author