বিহার: চারদিনের লড়াই শেষ! প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Susant Singh Rajput) তুতো ভাই রাজ কুমার সিংয়ের Rajkumar asingh Rajput) উপর রাস্তায় গুলি চলল। বিহারের (Bihar) সহরসা জেলার এই ভয়াবহ ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বিহারের সহরসার এসপি লিপি সিং ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, সুশান্তের দাদা রাজ কুমার-সহ আর একজনের উপরও গুলি চালানো হয়। শনিবার (Saturday) সকাল সাড়ে এগারোটা নাগাদ সহরসা থেকে মাধেপুরা যাচ্ছিলেন সুশান্তের দাদা রাজ কুমার সিং এবং তাঁর সহকারী আলি হাসান।
সহরসা, মাথেপুর ও সুপাওলে তাঁর ৩টি ইয়ামাহা মোটরবাইকের শোরুম আছে। ব্যবসার তদারকি করতে প্রতিদিনই তিনি শোরুমে যান। শনিবার সহরসা কলেজের কাছে বাইজনাথ চওকে পৌঁছতেই ৩জন দুষ্কৃতী প্রকাশ্য দিবালোকে, ভরা রাস্তায় রাজ কুমার সিং এবং তাঁর সঙ্গীর মোটরবাইক লক্ষ্য করে গুলি চালায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসহরসা পুলিস সুপার লিপি সিং জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা রাজ কুমার সিংকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তার খোঁজ চলছে। চিকিৎসক রাজ কুমারকে মৃত ঘোষণা করে,তড়িঘড়ি প্রয়াত অভিনেতার দাদা এবং তাঁর সঙ্গীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে।
আলি হাসান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই রাজ কুমার সিং এবং তাঁর সঙ্গীর উপর গুলি চালানো হয়েছে; এটা পুলিশের অনুমান।