শুধু তাই নয়, শেয়ার বাজার যাতে চড়চড়িয়ে আগের রূপে ফিরে আসে এবং এলআইসির যাতে আয় বাড়ে, তার জন্য খোলা বাজারে এলআইসির শেয়ার বিক্রি করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আর্থিক বছরে বিমাক্ষেত্রে বিদেশি সংস্থাগুলি ৭৪ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। এর ফলে বিমাক্ষেত্রে নতুন জোয়ার আসবে বলে মনে করছে সরকার। পাশাপাশি, নতুন কর্মসংস্থানও তৈরি হবে। তবে বিদেশি সংস্থা মালিকানাধীন বিমাক্ষেত্রে নিজেদের সঞ্চিত অর্থ ভবিষ্যতের জন্য আমানত হিসেবে রাখার ক্ষেত্রে আমজনতা কতটা ভরসা রাখবে এরপর এলআইসির ওপর, তা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এমনকি সাধারণের আমানত কতটা নিরাপদ, সেই প্রশ্নও উঠেছে।এদিকে গত বছর বাজেটে এলআইসি বিলগ্নীকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এবার সেই এলআইসির শেয়ার খোলা বাজারে বিক্রির কথা ঘোষণা করে দেওয়া হল। যার ফলে এলআইসির আয় বাড়বে বলে মনে করছে কেন্দ্র। এর পাশাপাশি দুটি ব্যাঙ্ককে বেসরকারিকরণের কথা বলা হয়েছে। তবে কোন দুটি ব্যাঙ্ক, তা বাজেটে ঘোষণা করা হয়নি। সব মিলিয়ে অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী করার জন্য বিদেশি বিনিয়োগ এবং বেসরকারিকরণের ওপর জোর দিল এবারের কেন্দ্রীয় বাজেট, এমনটা বলাই যায়।I propose to amend the Insurance Act 1938 to increase the permissible FDI limit from 49% to 74% in insurance companies and allow foreign ownership & control with safeguards: Finance Minister Nirmala Sitharaman. #Budget2021 pic.twitter.com/c9WHDH4CQ2
— ANI (@ANI) February 1, 2021
In 2021-22 we would also bring the IPO of LIC for which I am bringing the requisite amendments in this session itself: Finance Minister Nirmala Sitharaman #UnionBudget pic.twitter.com/NifUTtlCku
— ANI (@ANI) February 1, 2021