Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোটের আগে বাংলার মানুষদের মন জয় করার দাওয়াই, পশ্চিমবঙ্গের ঝুলিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন সীতারামন

নয়াদিল্লি: এই দশকের প্রথম বাজেট (Budget) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। মোদি সরকারের (Modi Govt) এটা নবম বাজেট পেশ। অর্থমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য দেশের বাজেট পেশ করছেন…

Avatar

নয়াদিল্লি: এই দশকের প্রথম বাজেট (Budget) পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। মোদি সরকারের (Modi Govt) এটা নবম বাজেট পেশ। অর্থমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য দেশের বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। বাজেটের শুরুতেই করোনা (Coronavirus) পরিস্থিতির পাশাপাশি পশ্চিমবঙ্গের (Westbenga) জন্য উপহার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রসঙ্গত, বলে রাখা ভাল, আর মাত্র কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (Assembly Election)। আর তাই এখন থেকেই রাজ্যের মসনদ দখলের লড়াইয়ে নেমে পড়েছে বিজেপি (BJP)। তাই একুশের ভোটের আগে রাজ্যবাসীর জন্য ভাল উপহার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। যেখানে বাংলায় সড়ক পরিকাঠামোর উন্নয়ন ও হাইওয়ে নির্মাণের খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মোট ৬৭৫ কোটি রাস্তা নির্মাণ করা হবে৷ তার মধ্যে কলকাতা- শিলিগুড়ি জাতীয় সড়ক (এনএইচ ৩৪)-এর কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী৷ দীর্ঘ দিন ধরেই ৩৪ নম্বর জাতীয় সড়ক চওড়া করার কাজ চলছে৷ কিন্তু জমি জটে সেই কাজ অনেকটাই বিলম্বিত হয়েছে৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পাশাপাশি বিজয়ওয়াড়া থেকে খড়্গপুর এবং গোমো-ডানকুনি ফ্রেট করিডর প্রকল্পের কথাও ঘোষণা করেছেন সীতারমন৷ এছাড়াও বাংলা এবং অসমের চা শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে রাজনৈতিক মহলের একাংশ দাবি করেছে, একুশের ভোটের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার এই ঝুলি বাংলার মানুষদের জন্য উপুড় করে দিলেন। কিন্তু তাতে কতটা আমজনতার মন গলবে, তার উত্তর দেবে ভোটের ফলাফল।

About Author