Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোট পোশাকে স্পষ্ট ক্লিভেজ, সাহসী ফটোশুটে নজর কাড়ল পায়েল সরকার

ইদানিং অভিনেত্রী পায়েল সরকার (payel sarkar) বোল্ড লুকে নিজের একাধিক ছবি পোস্ট করছেন। সম্প্রতি তাঁর আরেকটি ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে পায়েলের পরনে রয়েছে হলুদ রঙের ডিপ নেক…

Avatar

ইদানিং অভিনেত্রী পায়েল সরকার (payel sarkar) বোল্ড লুকে নিজের একাধিক ছবি পোস্ট করছেন। সম্প্রতি তাঁর আরেকটি ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে পায়েলের পরনে রয়েছে হলুদ রঙের ডিপ নেক ড্রেস। গত বছর ডিসেম্বর মাসেও তিনি একটি ছবি শেয়ার করেছিলেন যাতে তাঁর পরনে ছিল পাতলা সাদা শার্ট। শার্টের উপরের কয়েকটি বোতাম খোলা রেখে ‘ক্লিভেজ শো’ করেছেন পায়েল। কিন্তু ছবিটি সাদা-কালো ফিল্টার দিয়ে পোস্ট করেছেন পায়েল। পায়েলের বোল্ড লুক নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

গত বছর লকডাউনের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকতে শুরু করেছেন অভিনেত্রী পায়েল সরকার। একের পর এক হট ফটোশুট পোস্ট করছেন পায়েল। এর আগে সাদা শার্টের সঙ্গে বিকিনি টপ পরে একটি ছবি শেয়ার করেছেন পায়েল। তবে বাথটবে ফেনার মধ্যে পায়েলের একটি ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ছবিতে পায়েলের লাল টুকটুকে ঠোঁট সকলের নজর কেড়েছে। এছাড়া ব্ল‍্যাক ব্রালেট পরে আরেকটি ছবি শেয়ার করেছেন পায়েল যা তাঁর পাশের বাড়ির মেয়ের ইমেজকে ভেঙে দিয়েছে। 2020 সালে ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিসম্যাচ’ -এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন পায়েল। এই ওয়েব সিরিজে পায়েলের বোল্ড লুক যথেষ্ট জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ (Raja chanda) পরিচালিত বাংলা ফিল্ম ‘ম্যাজিক’। এই ফিল্মে পায়েলের সঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen)।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন পায়েল। 2004 সালে অভিজিৎ গুহ(Abhijit guha), সুদেষ্ণা রায়(sudeshna Roy) পরিচালিত ফিল্ম ‘শুধু তুমি’-র মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন পায়েল। 2007 সালে মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে অভিনয়ের অফার পান পায়েল। 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত মুম্বইতে কয়েকটি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন পায়েল। এর মধ্যে ‘লেডিজ স্পেশ‍্যাল’ সিরিয়ালে পায়েলের অভিনয় প্রশংসিত হয়। অভিনেত্রী নীনা গুপ্তা(Neena Gupta) পায়েলকে শক্তিশালী ও সম্ভাবনাময় অভিনেত্রী বলে অভিহিত করেন। এরপর টলিউডে ফিরে আসেন পায়েল। টলিউডে ফিরে এসে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ফিল্ম ‘ক্রস কানেকশন’-এ পায়েলের অভিনয় প্রশংসিত হয়। কিন্তু টলিউডের অধিকাংশ ফিল্মে পায়েলের ইমেজ ছিল পাশের বাড়ির মেয়ের। কিন্তু ‘মিসম্যাচ’ ওয়েব সিরিজটি পায়েলকে ভার্সেটাইল ও বোল্ড অভিনেত্রীর তকমা দেয়।

About Author