Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উদ্ধার বেআইনিভাবে রাখা ৫০ লক্ষ টাকা, পোস্তা থেকে গ্রেফতার বিহারের বাসিন্দা

কলকাতা: বেআইনিভাবে ৫০ লক্ষ টাকা রাখার অভিযোগে পোস্তায় (Posta) রবীন্দ্র সরণি (Rabindra Sarani) এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম পবন যাদব (Paban Jadav)। জানা…

Avatar

কলকাতা: বেআইনিভাবে ৫০ লক্ষ টাকা রাখার অভিযোগে পোস্তায় (Posta) রবীন্দ্র সরণি (Rabindra Sarani) এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের নাম পবন যাদব (Paban Jadav)। জানা গিয়েছে, সে বিহারের (Bihar) বাসিন্দা। সে এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এনেছে, কেন নিজের কাছে রেখেছে, এবং কাকে দেওয়ার জন্যে তার কাছে এই অর্থ এসেছে, এই সকল প্রশ্নের উত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কলকাতা পুলিশের গোয়েন্দা আধিকারিকরা গত এক মাসে বিভিন্ন জায়গা থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে। আরও অন্য কারোর সঙ্গে পবনের যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, পবনের কাছ থেকে উদ্ধার হওয়া ৫০ লক্ষ টাকার মধ্যে ২০০০ টাকা ও ৫০০ টাকার নোট রয়েছে। পোস্তা এলাকায় একটি নামজাদা অভিজাত হাসপাতালের সামনে নীল চেক শার্ট পরে শান্ত চেহারার পবনকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তারপর তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু সে পুলিশ আধিকারিকের জিজ্ঞাসাবাদপর্বে কোনওরকম সঠিক উত্তর দিতে না পারায় শেষমেষ তাকে গ্রেফতার করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে পোস্তা, বড়বাজার, বৌবাজার ও পোর্ট এলাকা সহ শহরের বেশ কিছু ঘন জনবসতিপূর্ণ এলাকায় এবং কলকাতার এন্ট্রি ও এক্সিট পয়েন্টে কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। এমনকি বেশ কিছু জায়গায় সাদা পোশাকে তদন্তকারীরা ঘুরে বেড়াচ্ছেন। জাল নোট ব্যবসায় রাশ টানার জন্য এমন কড়া নজরদারি চালানো হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পবনকে আদালতে পেশ করার পর তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী সময়ে এই নিয়ে নতুন তথ্য উঠে আসে কিনা, এখন সেটাই দেখার।

About Author