নিউজপলিটিক্সরাজ্য

দলের রাশ ধরতে ফেব্রুয়ারির প্রথমেই উত্তরবঙ্গে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন ৪ দিন

১ লা ফেব্রুয়ারি উত্তরবঙ্গে গিয়ে দুটি জেলাতে জনসভা করবেন তিনি

Advertisement
Advertisement

বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যেই রাজ্যের শাসক দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলাতে গিয়ে জনসভা করছেন। এছাড়া দলীয় অন্তর্দ্বন্দ্ব, দলবদল ইত্যাদি সমস্ত প্রতিকূলতাকে জয় করার জন্য যুদ্ধের ময়দানে সদা প্রস্তুত মুখ্যমন্ত্রী। তবে এবার নির্বাচনের আগে দলের ফাঁকফোকর মেরামত করতে চারদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে তিনি ১ ফেব্রুয়ারি শিলিগুড়ি যাচ্ছেন। সেখানে দুই জেলাতে জনসভা করার পর ৪ ফেব্রুয়ারি তিনি আবার কলকাতায় ফিরবেন।

Advertisement
Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী ১ লা ফেব্রুয়ারি শিলিগুড়িতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দুটি জনসভা করবেন। সম্ভাব্য জানা গিয়েছে ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ফালাকাটায় সভা করবেন এবং ৩ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি নজর যে বাড়ছে তা বলা বাহুল্য। তিনি এর আগেও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়ে ছিল। তিনি ওই তিনদিনে জলপাইগুড়ি কোচবিহারে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা করেছিলেন। এছাড়াও তার সফরের উত্তরবঙ্গ পুলিশের গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছিল।

Advertisement

সম্প্রতি উত্তরবঙ্গ গোষ্ঠীদ্বন্দ্ব ও দলবদলের সমস্যায় জর্জরিত। সেখানে রাস্তা তৈরি নিয়ে উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরোধ কিছুদিন আগে সবার সামনে এসেছে। এবার ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গৌতম দেবকে ফোন করে ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছেন। এছাড়াও উভয়ের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে বলেছেন। যদিও বা গোষ্ঠীদ্বন্দ্বে প্রভাব যে সাধারণ মানুষের মনে পড়ছে তা বুঝতে বাকি নেই মুখ্যমন্ত্রীর। তাই এবার নিজে হাতে রাশ ধরতে উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি খোদ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button