Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে গেলেন লক্ষ্মীরতন শুক্লা

কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পর লক্ষ্মীরতন শুক্লা (Lasmitatan Shukla)। অসুস্থ রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে Arup Roy) দেখতে উডল্যান্ডসে (Woodlamd Hospital) গেলেন আরও এক পদত্যাগী মন্ত্রী। বিকেল ৫.১৫ নাগাদ হাসপাতালে…

Avatar

কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পর লক্ষ্মীরতন শুক্লা (Lasmitatan Shukla)। অসুস্থ রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে Arup Roy) দেখতে উডল্যান্ডসে (Woodlamd Hospital) গেলেন আরও এক পদত্যাগী মন্ত্রী। বিকেল ৫.১৫ নাগাদ হাসপাতালে পৌঁছন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। বুকে ব্যথা হওয়ায়, গতকাল, সোমবার (Monday) সকালে সমবায়মন্ত্রীকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে।

অ্যাঞ্জিওগ্রামে তাঁর হার্টের ডানদিকে করোনারি ধমনীতে ব্লকেজ পাওয়া যায়। এরপরই একটি স্টেন্ট বসানো হয়। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পণ্ডার অধীনে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য মন্ত্রী অরূপ রায় হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সোমবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। উনি এখন ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উনি কাজে ফিরুন, এই কামনা করি। উনি আমার নেতা তাই আমি ওনাকে দেখতে এসেছিলাম।’

About Author