হরিদ্বার: অনিল কাপুর (Anil Kapoor), অমরেশ পুরী (Amresh Puri) এবং রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) অভিনীত বলিউড (Bollywood) ছবি ‘নায়ক’ (Nayak)-এর কথা নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে? যেখানে দেখানো হয়েছিল দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে বা বলা ভাল দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রীর আসল চেহারা সকলের সামনে তুলে ধরার জন্য একজন ছাপোষা সাধারণ মধ্যবিত্ত সাংবাদিক ২৪ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর তারপর মুখ্যমন্ত্রীর দায়িত্বে থেকে একজন মানুষ তার রাজ্যের জন্য কী কী করতে পারেন, কী কী করা তাঁর কর্তব্য তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সেই হিরোর চরিত্রে অভিনয় করা অনিল কাপুর। সুপার ডুপার হিট হয়েছিল এই ‘নায়ক’ ছবিটি। বলিউড মহলে কার্যত সাড়া ফেলে দিয়েছিল। আর এবার এমনই এক দৃশ্যের ফের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। তবে সেটা কোনও সিনেমা প্লট নয়, বাস্তবে এমন এক ঘটনা ঘটতে চলেছে যেখানে হরিদ্বারের (Haridwar) কিশোরী সৃষ্টি গোস্বামী (Srishti Goswami) ২৪ ঘন্টার জন্য উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাওয়াত সরকারের কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করবেন।
আজ, রবিবার অর্থাৎ ২৪ জানুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় বালিকা দিবস। আর তার জন্য ১৯ বছরের বালিকাকে ২৪ ঘন্টার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করা হয়েছে। একদিনের জন্য হলেও মুখ্যমন্ত্রী পদে বসে সৃষ্টিকে গুরুদায়িত্ব পালন করতে হবে। উওরাখণ্ডের রাজধানী গেইরসন থেকে তিনি দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন প্রকল্পের পুনরায় পর্যালোচনা করবেন সৃষ্টি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই প্রসঙ্গে বৃষ্টি বলেছেন, ‘এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছিনা। আমি এতটাই অভিভূত। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব, যে প্রশাসনের কাজে যুব সমাজ দক্ষ হতে পারেন।’ জানা গিয়েছে, ২৪ ঘন্টার জন্য এই কিশোরী মুখ্যমন্ত্রী অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, পর্যটন বিভাগের হোমস্টে প্রকল্প সহ আরও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা করবেন।