সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ও তাঁর স্বামী অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। ছবিগুলিতে মধুবনী ও রাজাকে মধুবনীর প্রেগনেন্সির কিছু মুহূর্ত অনুভব করতে দেখা যাচ্ছে। মধুবনীর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এর মধ্যে একটি ছবিতে নিজেদের পোষ্য কুকুরকে কোলে নিয়ে রয়েছেন রাজা এবং মধুবনী। মিষ্টি পোষ্যও ভীষণ অবাক হয়ে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। সেও যে অপেক্ষা করে আছে পরিবারের একরত্তি সদস্যের জন্য। ছবিগুলি পোস্ট করে ক্যাপশন দিয়ে রাজা লিখেছেন, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তার পরেই আসতে চলেছে তাঁদের সন্তান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত বছর পুজোর সময় মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছিলেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের ফটো পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে নেটিজেনরা তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।
স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়।