Today Trending Newsদেশনিউজ

জেড প্লাস ভিআইপি সুরক্ষা পাবেন গগৈ, সিদ্ধান্ত কেন্দ্রের

Advertisement
Advertisement

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে (Ranjan Gogoi) জেড প্লাস ভিআইপি সুরক্ষা (Z+ Security Cover) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। এবার থেকে জেড প্লাস ভিআইপি সুরক্ষা পাবেন গগৈ। গতকাল, শুক্রবার (Friday) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে দেশের প্রাক্তন বিচারপতিকে জেড প্লাস ভিআইপি সুরক্ষা দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। অবশ্য অযোধ্যা (Ayodhya) মন্দির ও মসজিদ নির্মাণকেই এর কারণ হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, ৬৬ বছরের গগৈ যখন যেখানে যাবেন, তখন তাঁর সঙ্গে থাকবে সিআরপিএফ জওয়ানদের সুরক্ষা বলয়। সব সময় ৮১২ জন কমান্ডার বলয়ের মধ্যে থাকতে হবে গগৈকে। ঘেরা থাকবে তাঁর বাড়িও। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছাড়াও বর্তমানে গগৈ রাজ্যসভার সাংসদ। আর সাংসদ হওয়ার কারণে দিল্লি পুলিশের নিরাপত্তা পেতেন তিনি। তবে এবার পাবেন জেড ক্যাটাগরির নিরাপত্তা।

Advertisement

জেড প্লাস ভিআইপি সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে গগৈ হলেন দেশের ৬৩তম ব্যক্তি। কেন্দ্রের এ হেন সিদ্ধান্তের ফলে কড়া নজরের ঘেরাটোপে থাকতে হবে প্রাক্তন বিচারপতিকে, এমনটা বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button