Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দরিদ্রদের সমস্ত কিছু দান করে নিরুপায় হয়ে দর্জির দোকান খুললো সনু সুদ, মুহূর্তেই ভাইরাল ভিডিও

কয়েক মাস আগেই চলছিল লকডাউন। আর এই লকডাউনে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল অনেক পরিযায়ী শ্রমিক। আর ভগবানের মতো সেই শ্রমিকদের উদ্ধার করে আনে বলিউড অভিনেতা সনু সুদ(Sonu Sood)। বলিউডে…

Avatar

By

কয়েক মাস আগেই চলছিল লকডাউন। আর এই লকডাউনে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল অনেক পরিযায়ী শ্রমিক। আর ভগবানের মতো সেই শ্রমিকদের উদ্ধার করে আনে বলিউড অভিনেতা সনু সুদ(Sonu Sood)। বলিউডে সনু সুদ ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি নায়কের মত কাজ করে। অর্থের অভাবে বিভিন্ন শ্রমিকরা দিনের পর দিন ফিরতে পারছিল না বাড়িতে। আর সনু সুদ ঠিক সেইসময় বাস এবং বিমান সমস্ত কিছুর নিজের অর্থ দিয়ে ব্যবস্থা করে দেয় সেই সব শ্রমিকদের জন্য যারা বাড়ি থেকে দীর্ঘকাল দূরে ছিল। সনু সুদ একাধিক পরিবারের কাছে তাদের সন্তানদের ফিরিয়ে দেয়। তার এই কর্মের জন্য দরিদ্ররা তাকে মানুষ জগতের মধ্যে ভগবান বলে মনে করে। গরিব-দুঃখীদের যেকোনো রকম বিপদে ঝাপিয়ে পড়ে সাহায্য করে সনু সুদ। তার এই সমস্ত কর্মকান্ডের কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথেই নেটিজেনরা প্রশংসায় ফেটে পড়ে। দেশের গরিব মানুষদের জন্য তার এই দান মুগ্ধ করে তোলে সকল মানুষকে।

সম্প্রতি কয়েকদিন আগে একটি খবর পাওয়া যায় যে গরিব-দুঃখীদের সাহায্যের জন্য নিজের কোটি টাকার সম্পত্তি বন্ধক রেখেছে সনু সুদ।মুম্বাইয়ে অবস্থিত জুহুতে ছিল তার মোট আটটি সম্পত্তি সেই সম্পত্তি তিনি মর্গেজ রাখেন। এছাড়াও ইস্কনে রয়েছে তার দুটি গ্রাউন্ড ফ্লোরের দোকান এবং ছটি ফ্ল্যাট এখনো সমস্ত বন্ধক রাখা রয়েছে। তার এত লক্ষ লক্ষ টাকার সম্পত্তি বন্ধক রাখার পিছনে কারন হলো গরীব দুঃখীদের সাহায্যর জন্য দান। এই সমস্ত কিছু বন্ধ রেখে অনবরত দান করে চলেছে দরিদ্রদের। তার এই মহৎ উদ্দেশ্যে এত বড় বলিদান সত্যি মানুষের মনকে জয় করে তুলছে এই মহানায়ক সনু সুদ। দরিদ্রদের ভগবান সনু সুদ নিজের চোখেও মহান ব্যক্তি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://twitter.com/i/status/1350334312952942592

বেশ কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়।এই ভিডিওতে দেখা যায় সনু সুদ নিজে সেলাই মেশিনে জামা সেলাই করছে। আর এই ভিডিওটি তিনি তার নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করে লিখেছেন সনু সুদ দা টেলার শপ।আর তিনি এটাও উল্লেখ করেন যে এই দোকানে সমস্ত জামাকাপড় তিনি নিজেই যত্ন নিয়ে সেলাই করেন। এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হবার পর থেকেই নানা রকম জল্পনা চলতে থাকে। আর তার এই উদ্যোগে অনেকে প্রশংসা করে। আবার অনেকেই ভাবেন গরিব-দুঃখীদের সমস্ত কিছু দান করে তিনি নিরুপায় হয়ে অর্থ রোজগারের জন্য এই কাজ বাধ্য হয়ে করে। কিন্তু ভিডিওটি দেখলে সমস্ত জল্পনার উত্তর পাওয়া যাবে।

About Author