নিউজপলিটিক্সরাজ্য

২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্থির হয়ে গেল কর্মসূচি

নেতাজির জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়া থেকে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)

Advertisement
Advertisement

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একেবারে উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি। প্রায় প্রতি মাসেই বিজেপির কেন্দ্রীয় নেতারা একবার করে এসে ঘুরে যাচ্ছেন পশ্চিমবঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) হোক অথবা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), সকলেই টার্গেট করেছেন এ বছর বাংলাকে। এবারে পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ২৩ জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীতে কলকাতায় আসবেন তিনি। ভোটের মুখে নরেন্দ্র মোদির এই বাংলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement

ইতিমধ্যেই এই বাংলা সফরের কর্মসূচি স্থির হয়ে গিয়েছে। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী ঐদিন দুপুর ৩:৩০ মিনিটে পৌঁছাবেন ন্যাশনাল লাইব্রেরি তে। সেখানে নেতাজির ওপর অনুষ্ঠিত একটি ন্যাশনাল সেমিনারে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী পরবর্তী গন্তব্য হতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া পৌঁছাবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী আসছেন বলে কথা, তার জন্য প্রস্তুতি থাকবে একদম চরমে। ড্রাম বাজিয়ে প্রধানমন্ত্রী কে আবাহন জানাবেন রাজস্থান এবং বাংলা শিল্পীরা। তারপর সন্ধ্যা ৬টা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হবে। একদিনের সফরে প্রধানমন্ত্রীর রয়েছে একেবারে ঠাসা কর্মসূচি।

Advertisement

একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ২০২১ বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার ঘুরে যাচ্ছেন বাংলাতে। পাশাপাশি বাংলা বিজেপি নেতৃত্ব প্রায় প্রত্যেক দিন আক্রমণ করে চলেছেন শাসক দলের নেতাদের। আর এরই মধ্যে গেরুয়া শিবিরের হয়ে এবারে মাঠে নামতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিন কয়েক আগে, নেতাজির জন্ম জয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে উল্লেখ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে ওই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর নেতাজির জন্ম জয়ন্তীতে বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাঙালির ভাবাবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু কে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button