প্রায় প্রতিদিন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করে চলেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার ও তার অন্যথা কিন্তু হলো না। বুধবার শিলিগুড়ি দেখি চা-চক্রের সভা থেকে লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) এর সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। কাটমানি সহ একাধিক ইস্যুতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন।
রাজ্য বিজেপি সভাপতি ফুলবাড়ি থেকে উত্তরকন্যা’-র সামনে একটি মিছিল করেছিলেন আজ সকালে। এই মিছিলে যোগ দিয়েছিলেন দলের নেতাকর্মীরা। সেখান থেকে তিনি সরাসরি পৌঁছে গেলেন একটি চা চক্রে যোগ দিতে। সেখান থেকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে মমতা ব্যানার্জি তুলনা করলেন তিনি। তিনি বললেন,” লালু প্রসাদ যাদব ভেবেছিলেন ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। উনি রাজত্ব করবেন। কিন্তু তা হলো না। মানুষ তাকে তার আসল জায়গাতে পাঠিয়ে দিল। বাংলাতেও কিন্তু লালু প্রসাদের মত বেশ কিছু লোক আছেন। মানুষ তাদের কেউ তাদের জায়গায় পাঠিয়ে দেবে আর কিছু মাস পরে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভাতে বলেছিলেন,” ওরা সবাইকে ভয় দেখিয়ে দলে টানছে। ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করে দেখাক, জেলে বসে ভোটে জিতে দেখাবো।” সেই কথার রেশ টেনে দিলীপ ঘোষ বললেন,” মুখ্যমন্ত্রী কেন বলছেন জেলে গিয়ে জিতবেন? উনি কি জেলে যেতে চাইছেন? নাকি বুঝে গেছেন জেলে যেতে হবে?”
উত্তরবঙ্গ থেকে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি সহ আরো বেশ কিছু ইস্যুতে তৃণমূল কে নিশানা করে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন,” মোদীজি কৃষকদের কথা ভেবেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল কৃষকদের বঞ্চিত করে এসেছেন।” দিলিপের দাবি,” বাংলায় যদি বিজেপি সরকার গঠিত হয় তাহলে সমস্ত সমস্যা মিটে যাবে।” এছাড়াও তিনি বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার পাশাপাশি উত্তরকন্যা অভিযানে প্রয়াত উলেন রায়ের বাড়ি যাবেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তার পরিবারের সাথে কথা বলার কথা তার।