Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিবসেনার জন্য জোটের দরজা খুলে দিলেন বামপন্থীরা, নির্বাচনের আগে নতুন সমীকরণের ইঙ্গিত

দক্ষিণে এবার থেকে আর আপত্তি রইলো না বামেদের। চরণ দক্ষিণপন্থী দল মহারাষ্ট্রের শিবসেনার জন্য এবারে বাম-কংগ্রেস যুদ্ধে শামিল হওয়ার বার্তা দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে…

Avatar

দক্ষিণে এবার থেকে আর আপত্তি রইলো না বামেদের। চরণ দক্ষিণপন্থী দল মহারাষ্ট্রের শিবসেনার জন্য এবারে বাম-কংগ্রেস যুদ্ধে শামিল হওয়ার বার্তা দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাদের সাথে একসাথে জোট করে লড়ারঘোষণা করে জাতীয় রাজনীতিতে বড়োসড়ো চমক দিয়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যদিও শিবসেনা তরফ থেকে এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি যে তারা জোটে লড়বেন নাকি একাই। জোট করলেও তারা কার সঙ্গে জোট করতে চাইছেন সে নিয়ে কিছুই নিশ্চিত করা হয়নি। তবে বামপন্থীরা হাল ছাড়তে নারাজ। হিন্দুত্বের পথে আসা শিবসেনা কে পাশে পাওয়ার চেষ্টা তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী শিবসেনা কে আহবান জানিয়ে জল্পনা উস্কে দিয়েছেন রাজ্য রাজনীতিতে।

এদিন কোচবিহারে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য শিবসেনা কে বাম কংগ্রেস জোটে নাম লেখানোর আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবারে কোচবিহারের সিপিআইএম জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে একথা বলেছেন যাদবপুরের বিধায়ক সুজন। ওই সভায় বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন,” বিজেপি এবং তৃণমূল কে হারাতে বামেদের প্রয়োজন। এই দুই দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট হয়ে কাজ করতে হবে। সাম্প্রদায়িকতা এবং স্বৈরাচারের বিরুদ্ধে যদি মানুষ একজোট হন তাহলে বামেরা তাতে সমর্থন জানাবে। যদি শিবসেনা আমাদের সাথে একসাথে জোট করতে চায় তাহলে আমরা আহবান জানাচ্ছি কারণ শিবসেনা পশ্চিমবঙ্গে ততটা পরিচিত নয়।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুটি দল একে অপরের থেকে অবস্থানে সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু, যেখানে মহারাষ্ট্র নির্বাচনে ভোটের পর বিজেপির সঙ্গে জোট ভেঙে বিপরীত মেরুর দল কংগ্রেস এবং এনসিপি এর সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল শিবসেনা সেখান থেকেই আশা করা যাচ্ছে সুজন চক্রবর্তী এই আহ্বান জানিয়েছেন শিবসেনা কে।একুশে নির্বাচনে বামেদের সঙ্গে একসাথে লড়বে বলে ঘোষণা করেছে কংগ্রেস। বলে মনে করা হচ্ছে সুজন চক্রবর্তীর এইরকম ঘটনার পিছনে কংগ্রেসের কিছুটা প্রভাব থাকতে পারে।

অন্যদিকে কোচবিহারে বাবুরহাটে একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেছিল শিবসেনা গতকাল। সেখানে কোচবিহার জেলা কমিটি গঠন করে শিবসেনা। জানা যাচ্ছে কোচবিহারে ৯টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে মহারাষ্ট্রের এই দল। তারা জানিয়েছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে শিবসেনা লড়াই করবে। শিবসেনার আশা, কোচবিহারের সবকটি আসলে তারা ভালো ফল করতে চলেছে। এমনকি তারা কোচবিহারের তিনটি কেন্দ্রে জয়লাভ করবে বলেও অনুমান করেছে।

About Author