Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে কেন্দ্রের মামলা প্রত্যাহারের আহ্বান জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কৃষকদের ট্র্যাক্টর মিছিল রুখতে কেন্দ্রের (Central Govt) করা মামলা প্রত্যাহারের আহ্বান জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২৬ জানুয়ারি (January) প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন নয়াদিল্লিতে (Newdelhi) ট্র্যাক্টর মিছিল…

Avatar

নয়াদিল্লি: কৃষকদের ট্র্যাক্টর মিছিল রুখতে কেন্দ্রের (Central Govt) করা মামলা প্রত্যাহারের আহ্বান জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২৬ জানুয়ারি (January) প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন নয়াদিল্লিতে (Newdelhi) ট্র্যাক্টর মিছিল করার ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি। এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল কেন্দ্র।

গত কয়েকমাস ধরেই দিল্লির রাজপথে চলছে কৃষকদের আন্দোলন। কেন্দ্রের সঙ্গে বারংবার বৈঠকের পরও মেলেনি সুরাহা। ফলে এর আগেই প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথ ট্রাক্টর প্যারেড করে কাঁপানোর কথা আগেই বলেছেন কৃষকরা। ওইদিন যাতে সুরক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় থাকে সেজন্য তৎপর দিল্লি পুলিশ প্রশাসন। তাই প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিলের রুট এবং নিরাপত্তা নিয়ে সিংঘু সীমান্তে অবস্থানে বসা কৃষকদের সঙ্গে বৈঠক করলেন পুলিশকর্তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি সেনা কুচকাওয়াজের আদলে ট্রাক্টর প্যারেড করবেন কৃষকরা। কৃষক আন্দোলনের সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্ত থেকে কয়েক হাজার কৃষক ট্রাক্টর মিছিল করে দিল্লিতে প্রবেশ করবেন। পুলিশকর্তারা কৃষকদের কাছে আবেদন করেছেন, যেন মিছিল কিষাণ ঘাট পর্যন্ত না করে রুট পরিবর্তন করতে। কিন্তু তা মানতে নারাজ কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের এক নেতা জানিয়েছেন, পুলিশ চাপ দিচ্ছিল দিল্লির বাইরেই মিছিল করার জন্য। কিন্তু তা কৃষকরা মানবেন না।

‘সোমবার সন্ধে এবং মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের একটি ৭-৮ জনের প্রতিনিধি দল আমাদের সঙ্গে বৈঠক করে। তাঁরা আমাদের আবেদন করে, যেন দিল্লির বাইরে আমরা ট্রাক্টর মিছিল করি। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, আউটার রিং রোডে আমরা ট্রাক্টর প্যারেড করব। শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করতে চাই। বুধবারে ফের তাঁরা বৈঠক করবেন আমাদের সঙ্গে।’

About Author