একুশের নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপি মধ্যে রাজনৈতিক তরজা ক্রমশ চরমে উঠেছে। গতকাল কলকাতার রাজপথে তৃণমূল মিছিল করতে বেরিয়ে ‘গোলি মারো’ স্লোগান দিয়েছিল। সেই নিয়ে গতকাল থেকেই সরগরম হয়ে আছে বঙ্গ রাজনীতি। তার ওপর আজ অর্থাৎ বুধবার সকালে তৃণমূলের স্লোগানের জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি তৃণমূলকে ‘গদ্দার’ বলে অভিহিত করে আক্রমণ করে বলেছেন, “বোমা গুলি সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি।”
দিলীপ ঘোষ আজ সরাসরি তৃণমূলকে আক্রমণ হলে বলেছেন, “সবাই জানে কে বাংলার সঙ্গে গাদ্দারি করছে। মানুষকে কথা দিয়ে তারা কথা রাখেনি। লোকের রেশন খেয়ে নিচ্ছে, ত্রিপল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। রাজ্যে গুলি বোমের কালচার আনছে এরাই। এখন বাংলার পাড়ায় পাড়ায় বোমা চলছে, গুলি চলছে। তাতে মারা যাচ্ছে তাদের বিধায়ক চেয়ারম্যান। কিন্তু কিছুই করতে পারছে না ওরা। বোমা গুলি সব সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি। মানুষ সব দেখে নিয়েছ। তাই এবার মানুষ এই অরাজকতা থেকে মুক্তি চাইছে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, সোমবার বিজেপির মিছিলে যে হিংসা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার টালিগঞ্জে একটি পাল্টা মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। সেই মিছিল থেকে স্লোগান দেওয়া হয় ‘ বঙ্গাল কে গাদ্দারও কো গোলি মারো।’ এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং শোভন দেব চট্টোপাধ্যায় (Sovan deb Chatterjee)। মিছিলের একদম শেষ প্রান্ত থেকে এই শ্লোগান ওঠে। তবে তারা শোভন এবং অন্যান্য নেতাদের থেকে অনেকটা দূরে ছিলেন।