বছরখানেক আগে দেশের গদ্দারদের গুলি মারার কথা বলেছিলেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। আর এবারে তৃণমূলের মিছিল থেকে বাংলার সব ‘ গদ্দারদের’ গুলি মারার স্লোগান উঠলো প্রকাশ্য রাস্তায়। তবে সম্পূর্ণ মিছিল থেকে না হলেও মিছিলের একটি অংশ থেকে এই স্লোগান উঠেছে এবং তা হিন্দিতে।
সোমবার বিজেপির মিছিলে যে হিংসা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার টালিগঞ্জে একটি পাল্টা মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। সেই মিছিল থেকে স্লোগান দেওয়া হয় ‘ বঙ্গাল কে গাদ্দারও কো গোলি মারো।’ এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং শোভন দেব চট্টোপাধ্যায় (Sovan deb Chatterjee)। মিছিলের একদম শেষ প্রান্ত থেকে এই শ্লোগান ওঠে। তবে তারা শোভন এবং অন্যান্য নেতাদের থেকে অনেকটা দূরে ছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই শ্লোগান ইন্টারনেটে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এইস্লোগানের কড়া নিন্দা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি বলেছেন, রাজ্যে আইন-শৃংখলার কি পরিস্থিতিতে আপনারা দেখে নিন। তারপরে শমীক কে জিজ্ঞেস করা হয়,” বিজেপির নেতা শাহীনবাগ আন্দোলনের সময় এই একই কথা বলেছিলেন। তাহলে সেই বেলা?’ তার প্রত্যুত্তরে শমীকের সাফাই, ‘ আমাদের দল এরকম মন্তব্য সমর্থন করেনি। উনি (পড়ুন অনুরাগ ) আলাদা মানসিকতা নিয়ে এই মন্তব্য করেছিলেন।তবে আমরা মঙ্গলবার যা শুনেছি তাতে তৃণমূলের হিংসাত্মক দৃষ্টিভঙ্গি সামনে চলে এসেছে।”
তবে এটা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো বাড়তি বিতর্ক করতে রাজী হয়নি। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, ওটা কথা বলার ছন্দ, প্রচলিত কথায় বলা হয়েছে। আর এটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। আবার মদন মিত্র (Madan Mitra) বলেছেন, গুলি মোটেও বাংলার রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ নয়। তবে বাংলার মানুষ অবশ্যই বিজেপি নেতাদের মুখে চড় মারবেন।”