Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ, ছেলের সাথে বিয়ে করে কন্যা সন্তান দিলেন স্ত্রী

প্রতিদিন কিছু অবাক করা ঘটনা ঘটতেই থাকে। আর সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আমাদের কাছে সেই ভাইরাল খবর পৌঁছে যায়। রাশিয়াতে ঘটল এরকম এক অবাক করা ঘটনা। রাশিয়ার এক মহিলা গর্ভাবস্থায় স্বামীর…

Avatar

By

প্রতিদিন কিছু অবাক করা ঘটনা ঘটতেই থাকে। আর সোশ্যাল মিডিয়ার উদ্যোগে আমাদের কাছে সেই ভাইরাল খবর পৌঁছে যায়। রাশিয়াতে ঘটল এরকম এক অবাক করা ঘটনা। রাশিয়ার এক মহিলা গর্ভাবস্থায় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান এবং তারই সৎ ছেলের সাথে বিবাহ সম্পন্ন করে। মহিলাটি হলো রাশিয়ার একজন জনপ্রিয় ব্লগার মারিয়ানা বালমাশেবা। তার বয়স হবে প্রায় ৩৫ বছর। আর তার স্বামীর ২১ বছরের ছেলের সাথে চলছিল তার সম্পর্ক। সেই কারণে ঘটে গেলে তার বিবাহ বিচ্ছেদ। তার তার স্বামী এর ছেলে ভালমাদিরী অর্থাৎ তার সৎ ছেলের সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ সম্পর্ক বাড়তে থাকে। তাই জন্য স্বামীকে ডিভোর্স দেয় তিনি।https://www.instagram.com/p/CKEgU1_Hy78/?igshid=56d0ynoez2omhttps://www.instagram.com/p/CKGsQZwnbS1/?igshid=12m9f0nbsscdkতবে মারিয়ানা যখন তার স্বামীকে ডিভোর্স দিয়ে তার ছেলেকে বিয়ে করে তখন তিনি ছিলেন গর্ভবতী। তার সৎ ছেলের সাথে বিবাহ সম্পন্ন হওয়ার পরেই তিনি এক সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। মারিয়ানার কন্যা সন্তান জন্মায় রাশিয়াতে ক্রাসনদার নামক এক হাসপাতালে।https://www.instagram.com/p/CKDkeQZHhwg/?igshid=l1m8vha79vpmhttps://www.instagram.com/p/CIPmnOLn8Ml/?igshid=1w3rx9pqx1seকন্যা সন্তান জন্ম নেওয়ার পর তার তার ছটফটে সদ্যোজাত মিষ্টি মেয়েকে নিয়ে ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কিন্তু কন্যা সন্তানের মুখটি ছবিতে দেখা যাচ্ছে না। তার লক্ষ্য লক্ষ্য ফ্যানরা এখন তার কন্যা সন্তানের ছবি দেখার জন্য অপেক্ষারত।
About Author