সংবাদসুত্রের মাধ্যমে জানা যায় আকাশে উড়ে যাওয়া বাচ্চাটির নাম ছিলো লিন। তবে একদিকে স্বস্তির কারণ হলো সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে বাচ্চা মেয়েটি। এই দুর্ঘটনার কারণে ঘুড়ি উৎসবে যথেষ্ট নিষেধাজ্ঞা আসে। দুর্ঘটনার শিকার বাচ্চা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়।An accident happened during The #Kite #Festival in #Xinchu, #Taiwan. A little girl was carried away flying into the sky. pic.twitter.com/zpJggYAZmE
— Vicky Thompson (@Chinonu) August 31, 2020
ঘুড়ি ওড়াতে গিয়ে দুর্ঘটনা! ঘুড়ির সাথে আকাশে উড়ে গেল তিন বছরের বাচ্চা, মুহূর্তে ভিডিও ভাইরাল
আমাদের দৈনন্দিন জীবনের যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কত মানুষই সেই দুর্ঘটনার শিকার হচ্ছে তা অজানা। অনেক দুর্ঘটনা অনেক মানুষের প্রাণও নিয়ে নেয়। উৎসবের সময় কোন মানুষ দুর্ঘটনার শিকার হলে…

By

আরও পড়ুন