Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিজের বিয়ের আসরেই ফাটাফাটি নাচ নতুন বউয়ের, মুহূর্তেই ভিডিও ভাইরাল

ইয়াং জেনারেশনের সাথে তালে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে সমাজও। আজ কাল কার দিনের ছেলে মেয়েরা একটু বেশি ই অ্যাডভান্স। নিজেদের ইচ্ছে কে সায় দিতে বেশি পছন্দ করে তারা। নিজেদের বিয়ে…

Avatar

By

ইয়াং জেনারেশনের সাথে তালে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে সমাজও। আজ কাল কার দিনের ছেলে মেয়েরা একটু বেশি ই অ্যাডভান্স। নিজেদের ইচ্ছে কে সায় দিতে বেশি পছন্দ করে তারা। নিজেদের বিয়ে নিয়ে সবার মনেই নানারকম ইচ্ছে থাকে। নতুনত্বের ছোঁয়া থাকুক, এটা সবাই চায়। ইদানিং কালে ছেলেরা রয়াল এনফিল্ড নিয়ে বিয়ে করতে যায় বা বউ কে নিয়ে বিয়ে করে বাড়ি ফেরে।এখন বিয়ে তে মেয়ে রাও পিয়েছে নেই। নিজের বিয়েতে নিজে চুটিয়ে মজা করবে এটাই কাম্য। তাই কে কি বলছে সেটা না ভেবেই আত্মীয় দের সাথে চুটিয়ে নাচ করছে কনে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

২০২১ সাল। এখন বউ মানে ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে থাকার মত দিন আর নেই। এখন সবাই খুব ফ্রি, তাই একবার বিয়ে করার মজা একবারেই নিতে হবে। মজা না করলে চলবে কেমন করে? আফসোস করতে হবে নয়তো পড়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাই এবার বিয়ের আসরে “আখ মারে” গান এর সাথে তুমুল নাচলো বিয়ের কনে।তার সাথে কোমর মিলিয়ে নাচছে সমস্ত আত্মীয়। নাচতে এমনই ব্যাস্ত যে মাথার ফুল খুলে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল ই নেই। এই ভিডিও অনেক প্রশংসা কুড়িয়েছে। কিন্তু বর বাবাজি তার বউ কে এমন নাচতে দেখে হতবাক।

About Author