Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রয়াত হলেন হার্দিক-ক্রুনালের বাবা হিমাংশু পান্ডিয়া

মুম্বই: সময়টা বেশ ভালোই ভালোই কাটছিল হার্দিক পান্ডিয়ার(Hardik pandya। কিন্তু, হঠাৎই হল ছন্দপতন। আজ, শনিবার (Saturday) সকালে প্রয়াত হলেন হার্দিকের বাবা হিমাংশু পান্ডিয়া (Himangshu Pandya)। পরিবার সূত্রে জানা গেছে, আচমকা…

Avatar

মুম্বই: সময়টা বেশ ভালোই ভালোই কাটছিল হার্দিক পান্ডিয়ার(Hardik pandya। কিন্তু, হঠাৎই হল ছন্দপতন। আজ, শনিবার (Saturday) সকালে প্রয়াত হলেন হার্দিকের বাবা হিমাংশু পান্ডিয়া (Himangshu Pandya)। পরিবার সূত্রে জানা গেছে, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এই খবর শোনার পরেই বায়ো বাবল ভেঙে বাড়ি ফিরে এসেছেন বরোদা ক্রিকেট দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও। সৈয়দ মুস্তাক আলি ট্রফি নিয়েই আপাতত ব্যস্ত ছিলেন ক্রুনাল। কিন্তু, আপাতত তিনি পরিবারের পাশেই থাকতে চান। জানা গেছে, চলতি মরশুমে তিনি আর এই টি-২০ টুর্নামেন্টে খেলবেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তানগড়ি বললেন, “হ্যাঁ ক্রুনাল জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেছে। এটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি। হার্দিক এবং ক্রুনালের এই অপরিমেয় ক্ষতির প্রতি সমবেদনা জানায় বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।”

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে ক্রুনাল এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলেছেন, শিকার করেছেন চারটি উইকেট।

প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ক্রুনাল ৭৬ রানও করেছিলেন।

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে বরোদা এখনও পর্যন্ত তিনটে ম্যাচেই জয়লাভ করেছে। Elite Group C-র শীর্ষে আপাতত এই দলটি রয়েছে।

তবে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলছেন না হার্দিক পান্ডিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি ইংল্যান্ড বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলার জন্য অনুশীলন শুরু করে দেবেন।

About Author