সম্প্রতি আটপৌরে চেহারায় ক্যামেরাবন্দী হলেন অভিনেত্রী উর্বশী রৌটেলা (urvashi Rautela)। তাঁর পরনে ছিল পিচ রঙের সালোয়ার কামিজ। সমস্ত ইমেজ ভেঙে সাধারণ মেয়ের মত চুলে বিনুনি করেছিলেন উর্বশী এবং তাঁর সিঁথিতে ছিল সিঁদুর। প্রকৃতপক্ষে, এটি ছিল উর্বশীর আপকামিং প্রজেক্টের লুক। তবে প্রজেক্টের ব্যাপারে খোলসা করেননি উর্বশী। কিছুদিন আগেই উর্বশীকে একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে। মিউজিক ভিডিওটির নাম ‘উও চাঁদ কাঁহা সে লাওগি’। এই মিউজিক ভিডিওয় টিভি অ্যাক্টর মহসিন খান(Mohsin khan)-এর বিপরীতে অভিনয় করেছেন উর্বশী। এছাড়াও ‘তেরি লাড ভে’ নামে একটি মিউজিক ভিডিওয় দেখা গেছে উর্বশীকে।
কিছুদিন আগেই রিলিজ হয়েছে উর্বশী রৌটেলা অভিনীত তামিল রিমেক ফিল্ম ‘থিরুট্টু পায়েলা 2′ -র ফার্স্ট লুক। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খুব শীঘ্রই ইজিপ্সিয়ান অভিনেতা মুহম্মদ রমজান(Mohamod Ramadan)-এর বিপরীতে একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে চলেছেন উর্বশী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী রৌটেলা হিন্দি ফিল্ম ‘সিং সাব দি গ্রেট’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এই ফিল্মে সানি দেওল (Sunny Deol)-এর বিপরীতে অভিনয় করেছিলেন উর্বশী। কন্নড় ফিল্ম ‘মিস্টার ঐরাবত’-এ বিশেষভাবে নজর কেড়েছিল উর্বশীর অভিনয়। ফিল্মটি সাফল্য না পেলেও এই ফিল্মে উর্বশীর নাচ প্রশংসিত হয়েছিল। সাংবাদিক সুনয়না সুরেশ (sunayana suresh) ‘টাইমস অফ ইন্ডিয়া’-র একটি আর্টিকলে উর্বশীকে ‘মোস্ট এক্সপ্রেসিভ হিরোইন’ বলে বর্ণনা করেন।