Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্রাবন্তীকে ভুলে অবশেষে নতুন বান্ধবীকে পেলেন স্বামী রোশন, অভিনেত্রীর বুকে বইল ঝড়

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee) ও তাঁর প্রাক্তন স্বামী রোশন সিং-এর বিচ্ছেদ হয়েছে। এরপর থেকেই রোশন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে চলেছেন শ্রাবন্তীকে। শ্রাবন্তী এই বিষয়ে চুপ করে থাকলেও…

Avatar

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee) ও তাঁর প্রাক্তন স্বামী রোশন সিং-এর বিচ্ছেদ হয়েছে। এরপর থেকেই রোশন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ট্রোল করে চলেছেন শ্রাবন্তীকে। শ্রাবন্তী এই বিষয়ে চুপ করে থাকলেও মায়ের অসম্মান বরদাস্ত করতে পারেননি শ্রাবন্তী-পুত্র অভিমন্যু চ্যাটার্জি (Abhimanyu chatterjee)। এবার তিনি রোশনকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেন, কয়েকজন বডিবিল্ডার আছেন, যারা জানেন না মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। নেটিজেনদের একাংশ অভিমন্যুকে সমর্থন করেছেন। কোন সন্তান কখনওই মুখ বুজে মায়ের অপমান সহ্য করে না, এটাই স্বাভাবিক। নতুন বছরে অভিমন্যু ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মডেল দামিনী ঘোষ (Damini Ghosh)-এর সাথে। ছবিগুলি শেয়ার করে অভিমন্যু বলেন, তিন বছর হয়ে গেল, দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিমন্যু। পেশায় ফ্যাশন ফটোগ্রাফার অভিমন্যুর সঙ্গে মডেল দামিনীর সম্পর্কের রসায়ন সুন্দরভাবে ধরা পড়েছে।

কিন্তু অদ্ভুত ভাবে, অভিমন্যুকে নিয়ে ট্রোল করা শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যেখানে তাঁর মা শ্রাবন্তীর বিয়ে ভেঙে যাচ্ছে, সেই পরিস্থিতিতে অভিমন্যু কি করে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন! কিন্তু অনেকে বলেছেন, অভিমন্যুর একটা নিজস্ব সত্ত্বা রয়েছে, স্বাধীন জীবন রয়েছে। সবসময় তাঁর জীবনের সঙ্গে তাঁর অতীতের ছায়া বা তাঁর মায়ের ব্যক্তিগত জীবনের ছায়া না মেশানোই ভালো। জীবনে এত উথালপাথাল সত্ত্বেও অভিমন্যু কিন্তু বিপথে চলে যাননি। বরং তিনি মন দিয়েছেন ফ্যাশন ফটোগ্রাফিতে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজের শোকেস দেখলে বোঝা যায়, তাঁর ফটোগ্রাফির শৈলী যথেষ্ট নিপুণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ট্রোলের জবাব দিতে নিজের আদরের ঝিনুকের প্রেম নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী। অভিমন্যুর ডাকনাম ঝিনুক। শ্রাবন্তী বলেছেন, তাঁর ছেলের সঙ্গে দামিনীর সম্পর্কের কথা অনেকদিন ধরেই জানেন তিনি। শ্রাবন্তী মনে করেন, অভিমন্যুর যা বয়স, তাতে এটাই তাঁর স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত। অভিমন্যু নিজে বরাবর অভিমানী। তাই তিনি বলেছেন, যেসব মানুষের নোংরা মানসিকতা রয়েছে, তাঁরা সেভাবেই ভালোবাসাকে বিচার করবেন। প্রতিদিন এই ধরনের মন্তব্য শুনতে শুনতে তিনি এবং তাঁর মা এখন অভ্যস্ত হয়ে গেছেন।

অভিমন্যু তাঁর মা শ্রাবন্তীকে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর কাজেও সাহায্য করেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ উদ্বোধন হয় গত বছর 8 ই নভেম্বর। তার আগে অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় ‘বড় খবর আসছে’ বলে পোস্ট করে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর প্রোমোশন ও মার্কেটিং শুরু করেছিলেন। সেই সময়ও তাঁকে ট্রোল করেছিলেন নেটিজেনরা। জীবনের এত চড়াই-উতরাইতেও নিজের মা-কে ভালোবেসে তাঁর সঙ্গেই থেকেছেন অভিমন্যু। এখনও তিনি ও তাঁর মা শ্রাবন্তী বাইপাসের ধারে শ্রাবন্তীর ফ্ল্যাটে থাকেন। নেটিজেনরা যতই ট্রোল করুন, অভিমন্যু একদিন সংস্কারের চক্রব‍্যুহ ভেদ করে সবার মন জিতে নেবেন।

About Author