Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“শতাব্দী বিজেপিতে আসবে, লিস্টে ২ নম্বরে আছে”, আত্মবিশ্বাসী ভঙ্গিতে মন্তব্য সৌমিত্র খাঁ-র

অনেক জল্পনা-কল্পনার পর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করার পর বীরভূম তৃণমূল নেত্রী শতাব্দী রায় (Shatabdi Roy) ঘোষণা করেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে আছেন এবং তিনি দিল্লি…

Avatar

অনেক জল্পনা-কল্পনার পর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করার পর বীরভূম তৃণমূল নেত্রী শতাব্দী রায় (Shatabdi Roy) ঘোষণা করেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথে আছেন এবং তিনি দিল্লি যাবেন না। এই ঘোষণার পরেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেছিল এখানেই বিতর্কের অবসান হলো। কিন্তু আজ ফের জল্পনা উস্কে মন্তব্য করলেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra kha)। তিনি আজ অর্থাৎ শনিবার জোর গলায় দাবি করলেন, “শতাব্দী রায় বিজেপিতে আসবে।”

আজ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের লিস্ট তৈরি করা আছে। আমি ছিন্নমস্তা মন্দির দাঁড়িয়ে বলেছিলাম শুভেন্দু দা বিজেপিতে আসবে। তখন তৃণমূল হেসেছিল। কিন্তু এখন এসেছে তো। আজ আমি বলছি শতাব্দী রায় আমাদের লিস্টে দুই নম্বরে আছে। এক নম্বরে আছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিন নম্বরে আছেন অপরুপা পোদ্দার। এছাড়াও আছেন প্রসূন ব্যানার্জি। আজকে আপাতত অভিনয় করে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ওকে আটকে দিলেও শতাব্দী বিজেপিতে আসবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করার পর শতাব্দী রায় বলেছেন, “আমার যা সমস্যা ছিল সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। উনি বলেছেন সেগুলোর সমাধান হবে। আমি আপাতত কাল দিল্লি যাচ্ছি না।” সেইসাথে এদিন সাংসদ বলেছেন এখন সকলকে মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকা উচিত। তিনি আরো বলেছেন, “দলের অন্দরে সমস্যা হয়েছে তা অন্দরেই মিটবে।” এছাড়াও পরে তিনি ফেসবুক পোস্ট করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে।

About Author