Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কটা আসনে জিতবে আপনার ফ্রন্ট? সাফ উত্তর পীরজাদা আব্বাস সিদ্দিকীর

পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীরজাদা এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে চলেছেন তা নিজেই জানিয়ে দিলেন উত্তর ২৪ পরগনার গুমা এলাকার সভা থেকে। এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui) কার্যত ঘোষণা করে…

Avatar

পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফের পীরজাদা এবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে চলেছেন তা নিজেই জানিয়ে দিলেন উত্তর ২৪ পরগনার গুমা এলাকার সভা থেকে। এদিন পীরজাদা আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui) কার্যত ঘোষণা করে দিয়েছেন,”এবারের বিধানসভা নির্বাচনে কমপক্ষে ৫০ আসনে তারা জেতার মত জায়গাতে আছেন।” আর কিছুদিনের মধ্যেই তার দল বাংলার রাজনীতিতে প্রবেশ করতে চলেছে। তার আগেই আব্বাসের এরকম মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আব্বাস যে নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরোধী তা আর কারোর জানতে বাকি নেই। একের পর এক সভায় তিনি মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন। নির্বাচনের জোটে কর হাত ধরবেন, তা এখনও স্পষ্ট না, তবে কয়েকদিন আগে মিম এর আসাদুদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) সঙ্গে সাক্ষাত্ করেছিলেন আব্বাস সিদ্দিকী। ওয়াইসি বলেছিলেন, তার দল সিদ্দিকীকে সামনে রেখেই লড়তে চলেছে। যদিও এই নিয়ে সিদ্দিকী কোনো মন্তব্য করেননি। পরবর্তীতে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী মিমের বিরোধিতাই করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আব্বাস এদিন আরো বলেন,” দিদিমণির সবথেকে আপনজন মিম। নন্দীগ্রাম থেকে একসঙ্গে লড়ছেন তারা দুজনে। মীমের নেতা আপনার বাড়িতে এসে দেখা করে গেছেন। আমি আমার ফয়সালা সময় মতো শোনাবো।” তবে রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে মিমের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছেন আব্বাস। অন্যদিকে, সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র (Surjokanto Mishra) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি মিমের সঙ্গ তারা ছারে তাহলেই জোট নিয়ে কথা বলা হবে। সিদ্দিকীর সঙ্গে জোট নিয়ে বৈঠক করে এসেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। ফলে মিম ফ্যাক্টর নিয়ে বর্তমানে বেশ সরগরম রাজ্য রাজনীতি।

About Author