Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“পুলিশের লাঠির ভয়ে তৃণমূলে থাকতে বাধ্য করা হয়”, শতাব্দীকে বিজেপিতে স্বাগত জানিয়ে মন্তব্য দিলীপের

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের খেলা। তৃণমূল ছেড়ে একাধিক নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছে। এবার গতকাল তৃণমূল নেত্রী শতাব্দী রায়ের (Shatabdi Roy) ফেসবুক পোস্ট ঘিরে ফের…

Avatar

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে চলছে দলবদলের খেলা। তৃণমূল ছেড়ে একাধিক নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছে। এবার গতকাল তৃণমূল নেত্রী শতাব্দী রায়ের (Shatabdi Roy) ফেসবুক পোস্ট ঘিরে ফের তার রাজনৈতিক অবস্থান নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকেই মনে করেছেন শতাব্দী রায়ের এবার বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এমন পরিস্থিতি আজ অর্থাৎ শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই প্রসঙ্গে মন্তব্য করলেন।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায় প্রতিদিন শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তোলেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকালবেলা প্রাতঃভ্রমণে গিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করে তিনি বলেছেন, “গোটা রাজ্যের তৃণমূলের সমন্বয়ের অভাব রয়েছে। তাদের দলের মধ্যেই আছে মতবিরোধ। তারা একই সুরে কাজ করতে পারেনা। দলের নেতাদের পুলিশের লাঠির ভয়ে এক সুরে কথা বলতে বাধ্য করা হয়। যখনই একটু বাঁধন আলগা হয়েছে তখনই দলের নেতা-নেত্রীরা নিজের মনের কথা বলছে।” এছাড়াও তিনি এদিন শতাব্দী রায়ের বিতর্কিত ফেসবুক পোস্ট সম্বন্ধে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “বিজেপিতে সবাইকে স্বাগত।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, গতকাল শতাব্দি রায় তার ফেসবুক ফ্যান পেজে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্ট ঘিরে তার রাজনৈতিক অবস্থান নিয়ে বঙ্গ রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়। তিনি সেই পোস্টে লিখেছিলেন, “নতুন বছরে এমন সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সাথে আমি পুরোপুরিভাবে থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। গত ২০০৯ সাল থেকে আমাকে সমর্থন করে আপনারা আমাকে লোকসভায় পাঠিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের থেকে একইরকম ভালোবাসা পাব।”

এছাড়াও শতাব্দী রায় এদিন জল্পনা উস্কে মন্তব্য করেছিলেন, “আমাকে আজকাল অনেকেই প্রশ্ন করে শাসক দলের কর্মসূচিতে আমাকে না দেখা যাচ্ছে না। আমি তাদেরকে আজ বলছি আমি সব জায়গাতেই যেতে চাই। আপনাদের সাথে থাকতে আমার ভালো লাগে। কিন্তু কেউ কেউ আছে যারা চায়না আমি আপনাদের সাথে থাকি। অনেক কর্মসূচির খবরই আমি পাই না। তাহলে আমি যাবো কি করে?” শেষ পর্যন্ত তিনি বলেছেন, “যদি আমি কিছু সিদ্ধান্ত নি, তাহলে আগামী ১৬ জানুয়ারি ২০২১ এর দুপুর দুটোয় জানাবো।”

About Author