Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সৌমিত্রদা দের মত মানুষের মৃত্যু হয় না, প্রদর্শনীতে বক্তব্য মমতার

সৌমিত্রদার প্রয়ান হওয়া অসম্ভব। আর কয়েকটা দিন বাদে ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায় এর (Soumitra Chatterjee) এর ৮৬ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেকটিভ এক্সিবিশন আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী…

Avatar

সৌমিত্রদার প্রয়ান হওয়া অসম্ভব। আর কয়েকটা দিন বাদে ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায় এর (Soumitra Chatterjee) এর ৮৬ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায় রেট্রোস্পেকটিভ এক্সিবিশন আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এছাড়াও তার সঙ্গে ছিলেন শিল্পীর স্ত্রী দীপা চট্টোপাধ্যায় এবং মেয়ে পৌলোমী বসু। এছাড়াও শহরের অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনী ঘরে দিন ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি নিজের ছোটবেলার স্মৃতি সকলের সাথে ভাগ করে নিলেন, কিভাবে তিনি প্রথম কদম ফুল, তিন ভুবনের পারে এর মত ছবি তার মায়ের সাথে দেখেছেন। তিনি বললেন, উত্তম কুমারের (Uttam Kumar) পর সৌমিত্রদা বাংলা চলচ্চিত্রের অভিভাবক ছিলেন। তার চলে যাওয়া ছিল অপূরণীয় ক্ষতি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শেষবারের আলাপচারিতার স্মৃতি সকলের সাথে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন সেদিন তিনি মেদিনীপুরে ছিলেন। তিনি ভাবতে পারেনি সৌমিত্র চট্টোপাধ্যায় এত তাড়াতাড়ি চলে যাবেন। তিনি বললেন,’ সৌমিত্রদা এর মত মানুষের মৃত্যু হয় না। তারা বেঁচে থাকেন নিজেদের শিল্পের মধ্যে। কিংবদন্তি শিল্পী স্ত্রী দীপা চট্টোপাধ্যায়ের (Dipa Chaterjee) পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা।”

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন সৌমিত্র চ্যাটার্জির কন্যা পৌলোমী বসু। এছাড়াও আগামী ১৭ জানুয়ারি থাকতে চলেছে রক্তদান শিবির। ১৮ জানুয়ারি হতে চলেছে কবিতা সন্ধ্যার আয়োজন। এছাড়াও ১৯ জানুয়ারি শ্যামবাজার মুখোমুখি নাটক দলের প্রযোজিত নাটক ফেরা আপনি দেখতে পাবেন। এ ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বেশ কিছু সিনেমা থাকতে চলেছে।

About Author