Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মিমি-ওমের বিয়ে, ভাইরাল হল আইবুড়ো ভাত খাওয়ার ছবি

মাস পোহালেই বিয়ে। তাই এবার আইবুড়ো ভাত খাওয়ার পালা শুরু হলো অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta) এবং অভিনেতা ওম সাহানী (Om sahani)-র। এদিন ছিল ওম ও মিমির আইবুড়ো ভাত খাওয়ার…

Avatar

মাস পোহালেই বিয়ে। তাই এবার আইবুড়ো ভাত খাওয়ার পালা শুরু হলো অভিনেত্রী মিমি দত্ত (Mimi Dutta) এবং অভিনেতা ওম সাহানী (Om sahani)-র। এদিন ছিল ওম ও মিমির আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান। মিমির পরনে ছিল সোনালি জড়িপাড়  ফুশিয়া পিঙ্ক রঙের  শাড়ি এবং ওমের পরনে ছিল নীল রঙের ডেনিম জ‍্যাকেট ও সাদা রঙের টি-শার্ট  এবং ডেনিম ট্রাউজার। ওম ও মিমি ইন্সটাগ্রামে তাঁদের আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করেছেন। তাঁদের শেয়ার করা ছবিগুলি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

2021 শুরু হওয়ার প্রথম দিনেই ওম এবং মিমি রেজিস্ট্রি ম্যারেজ করে স্বীকৃতি দিয়েছিলেন নিজেদের  দীর্ঘদিনের সম্পর্ককে। রেজিস্ট্রি ম্যারেজের সময় উপস্থিত ছিলেন ওম ও মিমির পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়স্বজন।এরপর হয় কেক কাটিং সেরেমনি।  কেকের সামনে দাঁড়িয়ে ওম ও মিমি দুজনে হাসিমুখে দুজনের দিকে তাকিয়ে ছবি তোলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেজিস্ট্রি ম্যারেজের দিন মিমির পরনে ছিল আগুনরঙা বেনারসি। তার সঙ্গে মানানসই করে মিমি পরেছিলেন সোনার গয়না। তবে তাঁর মেকআপ ছিল হালকা। ওমের পরনে ছিল গ্রে রঙের বেনারসি কাজ করা পাঞ্জাবি।  ওম ও মিমি নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিয়ের ছবি শেয়ার করেছেন। বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে ওঠা সত্যিই অ্যাডভেঞ্চারাস লাগছে। মিমি লিখেছেন, মিস্টার ও মিসেস সাহানী হয়ে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

এছাড়াও ওম ও মিমি নিজেদের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে একটি বড় জানলার সামনে দাঁড়িয়ে আধো অন্ধকারে একে অপরকে চুম্বন করতে। 2011 সালে ‘আলোর বাসা’ সিরিয়ালের সেটে আলাপ হয়েছিল ওম ও মিমির। এরপর তাঁদের আর কোনো যোগাযোগ ছিল না।  পুনরায়  2017 সালে একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করার সময় দেখা হয় তাঁদের। ধীরে ধীরে বন্ধুত্ব ও তারপর প্রেম। ওম ও মিমির  সামাজিক বিয়ের তারিখ হলো আগামী 3 রা ফেব্রুয়ারি।

About Author