Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের, আগামিকাল ফের শুনানি

নয়াদিল্লি: কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেল কেন্দ্র। আজ, সোমবার (Monday) সুপ্রিম কোর্টে কৃষি আইন নিয়ে শুনানি হয়। সেখানেই দেশের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয়, কেন্দ্রের…

Avatar

নয়াদিল্লি: কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেল কেন্দ্র। আজ, সোমবার (Monday) সুপ্রিম কোর্টে কৃষি আইন নিয়ে শুনানি হয়। সেখানেই দেশের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয়, কেন্দ্রের পদক্ষেপ নিয়ে তাঁরা হতাশ। এমনকি এটাও বলা হয় যে তাঁরা কোনও বিক্ষোভের কষ্ঠ রোধ করতে পারে না। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করে, ‘আপনারা এই আইনটিৃকে কার্যকর করা বন্ধ করবেন না আমরাই সেই ব্যবস্থা করবো?’

সুপ্রিম কোর্ট বলেছে, আমরা এই আন্দোলন শেষ করতে চাই না। আপনারা এটি চালিয়ে যেতে পারেন। আমরা জানতে চাই যে আইনটি যদি বন্ধ হয়ে যায়, রিপোর্ট না আসা পর্যন্ত আপনারা কি আন্দোলনের স্থান পরিবর্তন করবেন? যদি কিছু ভুল হয়ে যায় তবে আমরা সকলেই দায়বদ্ধ থাকব। কৃষকরা প্রতিবাদ জানাচ্ছেন, তবে আমরা কমিটি এটি সমাধান করতে চাই। আমরা কারও রক্ত ​​আমাদের হাতে নিতে চাই না। তবে আমরা কাউকে প্রদশর্ন করানো থেকে আটকাতে পারি না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আদালত সরকারের হাত বেঁধে দিচ্ছে, আমাদের উচিত কৃষকরা কমিটির সঙ্গে আলোচনায় বসবে এমন আশ্বাস পাওয়া। কৃষক সংস্থার পক্ষ থেকে দুশিয়ন্ত দাভে বলেন, আমাদের ৪০০ টি সংস্থা রয়েছে, এমন অবস্থায় কমিটির সামনে আমাদের যেতে হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই বিষয়ে সর্বোচ্চ আদালত বলে, এমন পরিবেশ তৈরি করবেন না যে আপনি সরকারের কাছে যাবেন, কমিটিতে যাবেন না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কমিটিতে আসার জন্য কৃষকদের আত্মবিশ্বাস দেওয়া উচিত।

তবে কিষান মহাপঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়, যে তাদের দিল্লিতে আসতে দেওয়া হচ্ছে না। তারা কমিটির পরামর্শকে স্বাগত জানায় এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে পক্ষপাতী। প্রধান বিচারপতি বলেছিলেন, প্রদর্শন যেমন হচ্ছে, তেমনই চলুক। আমরা কেবল রাস্তার বদলে অন্য কোনও জায়গায় বসে থাকার জন্য আবেদন করব। কারও মৃত্যু হলে বা সম্পত্তি ক্ষতিগ্রস্থ হলে দায় কে নেবে? প্রধান বিচারপতি কৃষক সংস্থার উকিলকে বলেন, আপনারা বিক্ষোভে বসে থাকা প্রবীণদের এবং মহিলাদের প্রতি আমার বার্তা যেন তাঁরা বাড়ি ফিরে যান।  আগামীকাল ফের এই নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে।

About Author