Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাসক শিবিরকে ভুল প্রমাণ করে শুভেন্দুর সভায় হাজির শহিদ পরিবারের মানুষেরা, নিজেদের পরিচয় দিলেন দাদার অনুগামী হিসেবে 

নন্দীগ্রামের গেরুয়া শিবিরের সভায় এইদিন যোগ দিতে দেখা গেল একাধিক 'শহিদ' পরিবারের সদস্যকে। শুক্রবার এই সভায় হাজির থাকার কথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adikari), বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়…

Avatar

নন্দীগ্রামের গেরুয়া শিবিরের সভায় এইদিন যোগ দিতে দেখা গেল একাধিক ‘শহিদ’ পরিবারের সদস্যকে। শুক্রবার এই সভায় হাজির থাকার কথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adikari), বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy) এবং বাংলার বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের(Kailash Vijayvargya)। এইদিন সভাস্থলে শহিদ পরিবারের সদস্যদের আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল। তাদের সকলের মুখে এইদিন শোনা গিয়েছে, দাদা যেখানে থাকবেন আমরা সেখানেই থাকব।

আগের ১৯ এ ডিসেম্বর শুভেন্দুর বিজেপিতে যোগ দানের পরই নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যরা জানিয়েছিলেন তারা আছেন শুভেন্দু অধিকারীর সাথেই। এইদিন সভায় হাজির হয়ে তারা বুঝিয়ে দিলেন দল নয়, তারা সব দাদার অনুগামী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শহিদ পরিবারের সদস্যরা জানিয়েছেন, নন্দীগ্রাম কাণ্ডের পর থেকে বিগত ১৪ বছর ধরে নিয়মিত তাদের সাথে যোগাযোগ রেখেছেন প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। পরিবার গুলির পাশে থেকেছেন তিনি। করেছেন চিকিৎসার ব্যবস্থা। সেই কারণে দাদা তথা শুভেন্দু হাত ছাড়া তাদের পক্ষে সম্ভব নয়।

শুভেন্দু বিজেপিতে যোগদানের পরে তিনি নন্দীগ্রামের নিহত মানুষদের পরিবারের সাথে বেইমানি করেছেন বলে একের অপ এক প্রচার চালিয়েছিল রাজ্যের শাসক শিবির। এইদিন শহীদ পরিবারের মানুষকে এক সাথে করে শুভেন্দু বুঝিয়ে দিলেন যে কেবলই অপবাদ দিয়েছিল শাসক শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নেতাইয়ে গিয়েও তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমার সঙ্গে ৯ জন শহিদের পরিবার। ওদের মঞ্চে ২ জন। নেতাইয়ের পর নন্দীগ্রামেও শুভেন্দুর ওপরেই আস্থা রাখলেন ‘শহিদ’ পরিবারের সদস্যরা।

About Author