Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি মমতার

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ( Mamata Banerjee) এর মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার ইতিমধ্যেই বাজিমাত করে দিয়েছে। খুব অল্পদিনের মধ্যে এই প্রকল্প বেশ সাড়া ফেলেছে। এরকম সফল হয়তো খুব কম প্রকল্প হবে। এই…

Avatar

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ( Mamata Banerjee) এর মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার ইতিমধ্যেই বাজিমাত করে দিয়েছে। খুব অল্পদিনের মধ্যে এই প্রকল্প বেশ সাড়া ফেলেছে। এরকম সফল হয়তো খুব কম প্রকল্প হবে। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। জনপ্রিয়তার শীর্ষে বিনামূল্যে রাজ্যবাসীকে চিকিৎসা প্রদানের প্রকল্প স্বাস্থ্য সাথী। সেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর লেখা চিঠি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সমস্ত পরিষেবা সঙ্গে মিলছে এই চিঠি।

চিঠির প্রথমে তিনি প্রিয় সাথী বলে সকলকে সম্বোধন করেছেন। তারপর দুয়ারে সরকার প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়েছে তা জানিয়েছেন তিনি। এরপর স্বাস্থ্য সাথীর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন,”স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরে এবং প্রকল্পের অধীন পরিষেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনে এই ধরনের সরকারি পরিষেবা দিয়ে জনসাধারণের জীবনের মানোন্নয়ন করতে পারব বলে আশা রাখি।” সবশেষে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ডিসেম্বর মাস থেকে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে খুব সহজে আপনারা সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। প্রান্তিক স্তরের মানুষের কাছেও এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এইসব প্রকল্পের সাফল্য দেখে কিছুটা হলেও চিন্তার ভাঁজ বিজেপির কপালে। বিজেপি নেতৃত্ব কড়াভাবে এই প্রকল্পের নিন্দা করেছেন। কিন্তু তারপরেও অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে মমতা ব্যানার্জির দুয়ারে দুয়ারে সরকার।

About Author