Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“ভোট গেলেই বহিরাগতরা সবাই রাজ্য থেকে পালিয়ে যাবে”, বক্তব্য অভিষেকের

বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন শাসক শিবিরের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গঙ্গারামপুরের সভা থেকে তৃণমূল নেতা অভিষেক বলেন,"এই সব বহিরাগতরা ভোটের পর রাজ্য থেকে পালিয়ে যাবে।" 'তোলাবাজ ভাইপো' আক্রমণের জবাবও…

Avatar

বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন শাসক শিবিরের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গঙ্গারামপুরের সভা থেকে তৃণমূল নেতা অভিষেক বলেন,”এই সব বহিরাগতরা ভোটের পর রাজ্য থেকে পালিয়ে যাবে।” ‘তোলাবাজ ভাইপো’ আক্রমণের জবাবও দিয়ে শুভেন্দুকে পাল্টা তোলাবাজ বলে কটাক্ষ করেছেন শাসক শিবিরের সাংসদ। গেরুয়া শিবিরকে যোগ দেওয়ার দিই ‘তোলাবাজ ভাইপো হঠাও’ স্লোগান তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার উত্তরে আগেও শুভেন্দু কে আক্রমণ করেছিলেন অভিষেক। গঙ্গারামপুরের সভাতেও অভিষেক বলেন,”আমাকে তোলাবাজ ভাইপো বলা হয়েছে। কিন্তু আপনি তো তোলাবাজ। টিভিতে টাকার বান্ডিল নিতে আপনাকেই দেখেছিল।” এর পরে জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে সাংসদ বলেন,”তোলাবাজ প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলতেও রাজি আছি।”

এইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন- 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই বাংলায় জন্ম না দিত, তা হলে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার কেউ থাকত না।
  • তাতে আমাদের সুবিধা হয়েছে চিহ্নিত করতে।
  • পাঠিয়ে দিয়েছে বাকিদেরও কোয়ারেন্টিনে।
  • সাথে সাথে নিজের একটা ভাইকে নিয়ে এসে বিজেপিতে জয়েন করিয়েছে।
  • আমি বলেছিলাম নিজের পরিবারে আগে পদ্ম ফুল ফোঁটাও।
  • টিভির পর্দায় আপনারা কাকে টাকা নিতে দেখেছেন?
  • আরে ভাই তোলাবাজ তো তুমি
  • কলকাতা আর দিল্লিতে একই সরকার চাই, কেন? চুরি করতে সুবিধা হবে বলে?
  • ঐ লাইন ছিল দুঃখের আর এই দুয়ারে সরকার আশার
  • মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে
  • আপনারা জানেন মোদী সরকার নোটিবন্দি আর জিএসটি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল।

আর আমাকে বলছে তোলাবাজ ভাইপো হঠাও। আমি বাংলায় কথা বলি, বলছে আমি বহিরাগত। ভোট গেলেই বহিরাগতরা সবাই রাজ্য থেকে পালিয়ে যাবে।

About Author
news-solid আরও পড়ুন