Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০২১ সালে যেসব অভিনেত্রীরা মা হতে চলেছেন

টিনসেল টাউনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে কয়েকজন খুদে সদস্য।  বলিউডের তিন অভিনেত্রী করিনা কপূর খান (kareena Kapoor khan),  অনুষ্কা শর্মা (Anushka sharma), অনিতা হসনন্দানি( Anita Hasnandani)  মা হতে চলেছেন চলতি…

Avatar

টিনসেল টাউনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে কয়েকজন খুদে সদস্য।  বলিউডের তিন অভিনেত্রী করিনা কপূর খান (kareena Kapoor khan),  অনুষ্কা শর্মা (Anushka sharma), অনিতা হসনন্দানি( Anita Hasnandani)  মা হতে চলেছেন চলতি বছরে।

এক সন্তানের মা , চল্লিশ বছরের করিনার কাছে দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং। কিন্তু তিনি এই মুহূর্তে উপভোগ করছেন মাতৃত্বকালীন সময়কে। হাঃ থাকা কয়েকটি ফিল্ম ও অ্যাডের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন করিনা। অনস্ক্রিন তাঁর বেবি বাম্প বোঝা যাবে না।  এডিটিং-এর কারসাজিতে তা উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন আগেই হিমাচল প্রদেশে সইফ আলি খান (saif ali khan)-এর কাছে গিয়েছিলেন করিনা ও তৈমুর (Taimur)। সেখানে চলছে সইফ অভিনীত ‘ভুত পুলিশ’-এর শুটিং।  সেখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন করিনা ও তৈমুর।  তবে এই মুহূর্তে করিনা রয়েছেন মুম্বইতে। বর্তমানে পরিবারের সঙ্গে রয়েছেন তিনি।  আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই পৃথিবীর আলো দেখতে চলেছে তৈমুরের ভাই বা বোন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা(Anushka sharma)। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। চলতি বছরের  জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি।  কিছুদিন আগেই ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের জন্য ম্যাটারনিটি ফটোশুট করেছেন অনুষ্কা।  ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।  যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা।  নেটিজেনরাও শুভেচ্ছা জানিয়েছেন বিরাট, অনুষ্কাকে। গত বছর  পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট। এই মুহূর্তে বিরাট ও অনুষ্কা একসঙ্গেই সময় কাটাচ্ছেন।

39 বছর বয়সী অভিনেত্রী অনিতা হসনন্দানিও মা হতে চলেছেন চলতি বছরেই। আগামী কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে তাঁর সন্তান। শারীরিক কিছু সমস্যার কারণে অনিতা মাতৃত্বকালীন সময়ে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। তবে বেশ কিছু ফটো শেয়ার করেছেন অনিতা, যাতে তাঁর বেবি বাম্প বোঝা যাচ্ছে।

About Author