Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খেলার ময়দানে যে ভালো খেলবেন সেই জিতবেন, আগামী মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বক্তব্য লক্ষ্মীর 

"আপাতত রাজনীতি ছাড়ছি", মন্ত্রিত্ব এবং জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরে প্রথম মুখ খুলতে দেখা গেল লক্ষ্মীরতন শুক্লাকে। বাংলা স্পোর্টস একাডেমিতে সাংবাদিকদের সামনে এইদিন লক্ষ্মীরতন বলেন,"ক্রিকেটের মাঠে আমি সততার…

Avatar

“আপাতত রাজনীতি ছাড়ছি”, মন্ত্রিত্ব এবং জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরে প্রথম মুখ খুলতে দেখা গেল লক্ষ্মীরতন শুক্লাকে। বাংলা স্পোর্টস একাডেমিতে সাংবাদিকদের সামনে এইদিন লক্ষ্মীরতন বলেন,”ক্রিকেটের মাঠে আমি সততার সাথে খেলেছি, চেষ্টা করেছি রাজনীতিতেও সততা বজায় রাখার। বাংলার মানুষকে অনেক ধন্যবাদ জানাই।” তবে লক্ষ্মীর বক্তব্য এইদিন নতুন করে জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে। আগামী মুখ্যমন্ত্রী কাকে দেখতে চান সেই বিষয়ে শুক্লা(Laxmi Ratan Shukla) বলেন,”ময়দানে ম্যাচ খেলতে নামলে সেই দলই জেতে যারা ভালো খেলেন।”

সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়েছেন শুক্লা। ইস্তফা দিয়েছেন দলের জেলা সভাপতি পদ থেকেও৷ এইদিন প্রাক্তন মন্ত্রী শুক্লা বলেন,”আমি এখানে বিশেষ কিছু বলব না। আপাতত কেবল খেলায় মন দেব। আমার আর কোনও আজেন্ডা নেই। তবে বিধায়ক পদে আমি আছি। আমার কোনও ক্ষোভ নেই৷ ধন্যবাদ জানাই দলের পুরানো সিনিয়র মন্ত্রীদের। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ধন্যবাদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে জল্পনা তৈরি হয়েছে আগামী মুখ্যমন্ত্রী তিনি কাকে দেখতে চান সেই বিষয়ে। এইদিন সাংবাদিকদের সামনে এই প্রশ্নের উত্তরে লক্ষ্মী রতন শুক্লা বলেন,”ময়দানে ম্যাচ খেলতে নামলে যে ভালো খেলেন সেই জেতেন। আগের বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন যে সমস্ত মানুষ তাদের পরিবারকে অনেক শুভেচ্ছা৷” এখনও খাতায় কলমে শাসক শিবিরে আছেন লক্ষ্মী রতন। তিনি মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসাও করেছেন এইদিন।

কী কারণে রাজনীতি থেকে সন্ন্যাসের সিদ্ধান্ত? দলের মধ্যে যে সমস্যা ছিল, তার আভাসও দিয়েছেন লক্ষ্মীরতন। বলেন,’কিছু কথা মিডিয়ার মাধ্যমে বলতে স্বস্তিদায়ক মনে করছি না। সব কিছু রাস্তায় আনতে চাই না। কোথাও পালাচ্ছি না। রাজনীতি থেকে আপাতত সরে দাঁড়াচ্ছি।

About Author
news-solid আরও পড়ুন