Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“বিধানসভা নির্বাচনের আগে সংঘবদ্ধ হয়ে কাজ করুন”, জলপাইগুড়ি থেকে বার্তা অভিষেকের

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে শাসকদল দলীয় কোন্দলের শিকার। বারংবার রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের মধ্যে দ্বন্দ্ব সবার সামনে আসছে এবং স্বভাবতই প্রাক-নির্বাচনী মুহূর্তে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinomul Congress)। অনেক নেতাকর্মী…

Avatar

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে শাসকদল দলীয় কোন্দলের শিকার। বারংবার রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের মধ্যে দ্বন্দ্ব সবার সামনে আসছে এবং স্বভাবতই প্রাক-নির্বাচনী মুহূর্তে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinomul Congress)। অনেক নেতাকর্মী অভিযোগ জানাচ্ছে। এবার তার তদারকি করতে উত্তরবঙ্গ সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ অর্থাৎ বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri) একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তিনি খতিয়ে দেখলেন উত্তরবঙ্গে দলীয় সাংগঠনিক অবস্থা।

আজ অর্থাৎ বুধবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি সফর শুরু করেন জল্পেশ মন্দিরে পুজো দিয়ে। সেখানে তিনি পুজো দেয় এবং পুরোহিতদের সাথে কথা বলেন। সেখানে পুরোহিত তাকে মন্দির ও এলাকার উন্নতি করার কথা জানায় এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মতিসূচক আশ্বাস দেন। তারপর তিনি চালসায় গিয়ে সাতটি বিধানসভার কর্মী সমর্থকদের নিয়ে একটি কর্মীসভা করেন। সেই কর্মীসভার বৈঠকে তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন করেন যে তাদের তৃণমূলে থেকে কাজ করতে কোন সমস্যা হচ্ছে নাকি। সেইসাথে তিনি সকলকে বিধানসভা নির্বাচনের আগে মিলে মিশে কাজ করার বার্তা দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। আজ তিনি জলপাইগুড়ি শহরে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করে। এরপর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি যাবেন দক্ষিণ দিনাজপুরে। সেখানে গঙ্গারামপুর স্টেডিয়ামে তার জনসভা আছে। তিনি সেই জনসভা সেরে শিলিগুড়ি ফিরে আসবেন। তারপর শিলিগুড়ি থেকে শুক্রবার উত্তরকন্যা গিয়ে একটি বৈঠক সেরে কলকাতা ফিরে আসবেন।

About Author