Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমিককে জাপটে ধরে চুমু, ঘনিষ্ঠ হয়ে পার্টিতে উদ্দাম নাচ নীল-তৃণার, ভাইরাল ভিডিও

বর্ষশেষের রাতে যথারীতি পার্টি করতে বেরিয়ে পড়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং অভিনেত্রী তৃণা সাহা (Trina saha)। তাঁরা দুজনে গিয়েছিলেন কলকাতার অভিজাত বার কাম রেস্টুরেন্ট ‘লর্ড অফ ড্রিঙ্কস’-এ।  সেখানে…

Avatar

বর্ষশেষের রাতে যথারীতি পার্টি করতে বেরিয়ে পড়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং অভিনেত্রী তৃণা সাহা (Trina saha)। তাঁরা দুজনে গিয়েছিলেন কলকাতার অভিজাত বার কাম রেস্টুরেন্ট ‘লর্ড অফ ড্রিঙ্কস’-এ।  সেখানে গিয়ে ইন্সটাগ্রাম রিল বানালেন নীল ও তৃণা। তৃণা সেই রিলটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।  রিলটিতে দেখা যাচ্ছে নীলকে চুম্বন করছেন তৃণা।  নেটিজেনরা নীল ও তৃণাকে নতুন বছরের জন্য এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

নীল ও তৃণা অবশেষে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।  আপাতত বিয়ের আগেই তাঁরা শুরু করে দিয়েছেন ব্যাচেলর পার্টি।  কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন নীল। তৃণাও কলকাতা শহরের এক অভিজাত রিসর্টে বান্ধবীদের সঙ্গে রাতভর পার্টি করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা। 9ই জানুয়ারি রয়েছে নীল ও তৃণার সঙ্গীত এবং এনগেজমেন্ট। ওই দিন নীল তৃণার হাতে পরিয়ে দেবেন হীরের আংটি। নীল ও তৃণা সঙ্গীত সেরেমনিতে ‘রাউডি বেবি’ গানের সঙ্গে ডান্স পারফরম্যান্স করবেন। তাই এখন থেকেই জোরদার প্র‍্যাকটিস চলছে দুজনের। 3 রা ফেব্রুয়ারি হবে আইবুড়ো ভাত ও তৃণার মেহেন্দি অনুষ্ঠান। 4 ঠা  ফেব্রুয়ারি সিটি ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে।  তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন। কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ(Rudrajit) ও প্রমিতা(Pramita)-এর। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে। নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ।  তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।

গত দশ বছর ধরে তৃণা ও নীল সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা তাঁদের দিওয়ালি স্পেশ‍্যাল ফটোশুট-এর ছবি শেয়ার করেছেন করলেন ইন্সটাগ্রামে। তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি। নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে। নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন।  তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।

পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা। এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম  ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন। তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে। কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন। নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন। কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য। তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে! এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা।  আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।

About Author