Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষি আইনের বিরোধিতায় এবার সরব হলেন সিদ্দিকুল্লা

পূর্ব বর্ধমান: সময় যত এগোচ্ছে, তিনটি কৃষি আইন (Fram Law) ক্রমশ মাথাব্যথার বড় কারণ হয়ে উঠছে কেন্দ্রীয় সরকারের জন্য। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এবার জাতীয় সড়ক অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভের ডাক…

Avatar

পূর্ব বর্ধমান: সময় যত এগোচ্ছে, তিনটি কৃষি আইন (Fram Law) ক্রমশ মাথাব্যথার বড় কারণ হয়ে উঠছে কেন্দ্রীয় সরকারের জন্য। কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এবার জাতীয় সড়ক অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভের ডাক দিল জমিয়াত উলেমা-ই-হিন্দ। শনিবার বর্ধমানের টাউনহলে জমিয়াত উলেমা-ই-হিন্দ কৃষি আইনের বিরুদ্ধে সভা করে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)।

তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দেওয়ার সুরে বলেন, “সরকার যদি কৃষি আইন প্রত্যাহার করে নেয় তো ভাল। না হলে ১৩ জানুয়ারি পূর্ব বর্ধমানের গলসি থেকে পারাজের মধ্যবর্তী কোনও জায়গায় ২ নম্বর সড়ক আটকে ১২ ঘণ্টার অবস্থান বিক্ষোভ করা হবে। বিহার বা ঝাড়খণ্ডে করা যেত। কিন্তু ওই রাজ্যে আমাদের সরকার নেই। তাই আমাদের গলসিতে কর্মসূচি নেওয়া হয়েছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “সকলেই ওই দিন চাল, ডাল, আলু, সবজি সঙ্গে করে নিয়ে আসবেন। ওখানেই বসে চাল ডাল রান্না করে এক সঙ্গে পাত পেড়ে খাওয়া হবে।” পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন, “ওই দিন দিল্লির কোনও গাড়ি কলকাতায় ঢুকতে দেওয়া হবে না।” জাতীয় সড়ক অবরোধের বিষয়ে তিনি বলেন, “দিল্লির সরকার ষখন আইন মানছে না। সংবিধান না মেনে জোর করে গোটা দেশে কৃষক বিরোধী কৃষি আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই আমরাও বেআইনিভাবেই জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হব।”

About Author