Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভ্যাকসিনের পর অবজারভেশন ৩০ মিনিট, আজ থেকে এ রাজ্যেও শুরু হয়েছে ভ্যাকসিনের ড্রাই রান

কলকাতা: সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও (Westbengal) শুরু হল করোনা ভ্যাকসিনের (Vaccine) ড্রাই রান (Dry Run)। এই রাজ্যের উত্তর ২৪ পরগনার দত্তাবাদ, মধ্যমগ্রাম  আমডাঙায় ড্রাই রানের আয়োজন করা হয়েছে। দত্তাবাদের ড্রাই…

Avatar

কলকাতা: সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও (Westbengal) শুরু হল করোনা ভ্যাকসিনের (Vaccine) ড্রাই রান (Dry Run)। এই রাজ্যের উত্তর ২৪ পরগনার দত্তাবাদ, মধ্যমগ্রাম  আমডাঙায় ড্রাই রানের আয়োজন করা হয়েছে। দত্তাবাদের ড্রাই রান কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মোট ২৫ জনকে। মূলত ৩টি ঘর রাখা হয়েছে সমগ্র প্রক্রিয়ার জন্য। যাদের ওপরে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে তাদের থার্মাল চেকিং-এর (Thermal Checking) পর লাইন দিয়ে ড্রাই রান কেন্দ্রে ঢোকানো হচ্ছে। প্রথমে তারা যাচ্ছেন ওয়েটিং রুমে। তারপর তাদের নিয়ে যাওয়া হচ্ছে ভ্যাকসিন রুমে, এবং সব শেষ তারা যাচ্ছেন অবজারভেশন রুমে। ভ্যাকসিন প্রয়োগের পর সেখানে ৩০ মিনিট ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে তাঁদের।

এই প্রসঙ্গে এক আধিকারিক জানান, গাইডলাইন অনুয়ায়ী প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩টি ঘর রয়েছে। যাঁরা ভ্যাকসিন নেবেন তাঁরা পরিচয় নিশ্চিত করার পর একে একে আসছেন। ভ্যাকসিনেশনের পরে তা ডিজিটালি আপলোড করা হচ্ছে। তারপর সেই ব্যক্তিকে ৩০ মিনিট ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোনও রকম সমস্যা দেখা দেয় তাহলে যাবতীয় ব্যবস্থা রয়েছে, তাছাড়াও সেই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালেও পাঠানো হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে দেশের অন্যান্য রাজ্যেও। দিল্লিতে জিটিবি হাসপাতালে ড্রাই রান প্রক্রিয়া পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এদিন দেশবাসীর উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বার্তা, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিককে কেভিড থেকে নিরাপদ রাখতে চায় সরকার। তাই কোনও গুজবে কান দেবেন না।” প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১৯,০৭৮ জন। ফরে দেশে মোট আক্রান্তের সংখ্য ১,০৩,০৫,৭৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ হাজার ৯২৬ জন। ফলে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ৯৯,০৬,৩৮৭ জন। এই সময়ের মধ্যে দেশে মৃত্যু হয়েছে ২২৪ জনের। ফলে মৃত্যু বেড়ে হল ১,৪৯,২১৮। দেশে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ২,৫০,১৮৩।

About Author