Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট রবি শাস্ত্রীর

নয়াদিল্লি: সৌরভের আরোগ্য কামনায় এবার ট্যুইট করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। এদিন ট্যুইট করে রবি শাস্ত্রী জানান, 'দ্রুত তাঁর শারীরিক উন্নতির কামনা করছি।  আমার চিন্তাভাবনা তাঁর পরিবার ও ভক্তদের…

Avatar

নয়াদিল্লি: সৌরভের আরোগ্য কামনায় এবার ট্যুইট করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। এদিন ট্যুইট করে রবি শাস্ত্রী জানান, ‘দ্রুত তাঁর শারীরিক উন্নতির কামনা করছি।  আমার চিন্তাভাবনা তাঁর পরিবার ও ভক্তদের সঙ্গে রয়েছে। শীঘ্রই তাঁর সঙ্গে দেখা হবে বলে আশা রাখছি।’ শুধু শাস্ত্রী নন এদিন ভারতীয় দলের তারকা ও প্রাক্তন খেলোয়াড়েরাও ট্যুইটবার্তাও সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যথা ছিল তাঁর বাঁ-হাতে। সকালে জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে যান তিনি। সঙ্গে ছিল বুকে ব্যাথা। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে ভর্তি করানো হয়েছে। আগে থেকেই হার্টের একটি সমস্যা ছিল সৌরভের, এমনটাই অনুমান চিকিৎসকদের। সৌরভের ডাক্তার সরোজ মণ্ডল জানিয়েছেন, যে একটি মৃদ্যু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তবে এখন কিছুটা ভালো আছেন ও কথা বলছেন সৌরভ। হাসপাতাল সূত্রে খবর, দুটি স্টেন্ট বসতে পারে সৌরভের। অ্যাঞ্জিওপ্লাস্ট করা হচ্ছে।

তাঁর আরোগ্য কামনায় ট্যুইটের মাধ্যমেই অনেকেই বার্তা পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুস্থতা কামনা করেছেন। এ দিন টুইটারে তিনি লিখেছেন, সৌরভের অসুস্থতার কথা জেনে খুব খারাপ লাগছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য। এদিন অমিত শাহ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে লিখেছেন, সৌরভের দ্রুত আরোগ্যা কামনা করি। হাসপাতাল থেকে জানতে পারতাম তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সৌরভকে দেখতে হাসপাতালে পারেন বাম নেতা সুজন চক্রবর্তী। বিরাট কোহলি, বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর থেকে সকলেই ট্যুইটে আরোগ্য কামনা করেছেন। তবে যা জানা যাচ্ছে, আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ গাঙ্গুলী। প্রাক্তন ভারতীয় অধিনায়কের শারীরিক অসুস্থতা ঘিরে উদ্বেগে রয়েছেন সকলে। দ্রুত তাঁর সুস্থতার চাইছেন সকলে।

About Author