Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঠোঁটে ঠোঁট রেখে চুমু, নতুন বছরকে এইভাবে স্বাগত জানালেন সোনম কাপুর

সমগ্র পৃথিবী যখন দুঃখের বছর 2020-কে বিদায় জানিয়ে 2021 কে বরণ করে নিচ্ছে, তখন অভিনেত্রী  সোনম কাপুর (sonam kapoor) নতুন বছরকে স্বাগত জানালেন নিজের স্বামী আনন্দ আহুজা(Anand Ahuja) কে প‍্যাশনেট…

Avatar

সমগ্র পৃথিবী যখন দুঃখের বছর 2020-কে বিদায় জানিয়ে 2021 কে বরণ করে নিচ্ছে, তখন অভিনেত্রী  সোনম কাপুর (sonam kapoor) নতুন বছরকে স্বাগত জানালেন নিজের স্বামী আনন্দ আহুজা(Anand Ahuja) কে প‍্যাশনেট চুম্বনের মাধ্যমে। সোনম ও আনন্দের ঘনিষ্ঠ চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনম নিজেই। সোনম ছবিটি শেয়ার করতেই যথারীতি তা ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সোনম লিখেছেন, তিনি তৈরী 2021 সালকে ভালোবাসায় ভরিয়ে দিতে। সোনম তাঁর অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।  তিনি বলেছেন, 2021 যেন সবার জন্য ভালোবাসার বার্তাবহ হয় এবং কাউকে যেন আর পিছন ফিরে তাকাতে না হয়।

ছবিটিতে সোনমের পরনে রয়েছে একটি সাদা ড্রেস যা তাঁর নমনীয়তাকে তুলে ধরেছে।  গত বছর  লকডাউনের সময় থেকেই লন্ডনে তাঁর শিল্পপতি স্বামী আনন্দ আহুজার সঙ্গে রয়েছেন সোনম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে সোনম ব্যস্ত রয়েছেন তাঁর আপকামিং থ্রিলার ফিল্ম ‘ব্লাইন্ড’-এর শুটিং করতে। ‘ব্লাইন্ড’-এর শুটিং চলছে স্কটল্যান্ডের  গ্লাসগো শহরে। ফিল্মটি পরিচালনা করছেন সোম মাখিজা ( shome Makhija)। এর আগে সোনমকে দেখা গিয়েছিল ‘দি জোয়া ফ্যাক্টর’ ফিল্মে।  কিন্তু ফিল্মটি বক্স অফিসে সফল হয়নি।

About Author