Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনয়ের পাশাপাশি নিজের জন্মদিনে জমিয়ে রান্না করলেন সলমন খান, দেখুন ভাইজানের রান্নার ভিডিও

গত 27 শে ডিসেম্বর ছিল অভিনেতা সলমন খান (salman khan)-এর জন্মদিন।  প্রতি বছর  পনভেলের ফার্মহাউসে সলমনের জন্মদিন পালিত হয়। এই বছর তাঁর 55 তম জন্মদিন অনাড়ম্বরভাবেই পালিত হলো করোনা অতিমারীর…

Avatar

গত 27 শে ডিসেম্বর ছিল অভিনেতা সলমন খান (salman khan)-এর জন্মদিন।  প্রতি বছর  পনভেলের ফার্মহাউসে সলমনের জন্মদিন পালিত হয়। এই বছর তাঁর 55 তম জন্মদিন অনাড়ম্বরভাবেই পালিত হলো করোনা অতিমারীর কারণে।  এবার জন্মদিনে সবার জন্য সারপ্রাইজ ছিল সলমনের রান্না করা মাংসের পদ।  কাঠের উনুনে ঢিমে আঁচে হাঁড়িতে মাংস রান্না করলেন সলমন।  তাঁকে সাহায্য করলেন অভিনেত্রী বীণা (veena)। বীণাকে সলমন ‘দিদি’ বলে ডাকেন। বীণা সলমনকে বিভিন্ন মশলা এগিয়ে দিয়ে সাহায্য করলেন।  সলমন জিরের গুঁড়ো দেখে বলেন, তিনি জিরেগুঁড়োর মজাদার নাম রেখেছেন, জিরের ভুষি।  সলমনের রান্না করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।  ভিডিওতে সলমনের পরনে ছিল অরেঞ্জ কার্গো ট্রাউজার্স এবং কালো টি-শার্ট।

কিছুদিন আগেই সলমনের সঙ্গে তাঁর মা সলমা খানের(salma khan) সঙ্গে তাঁর একটি ডান্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে স্টার সলমন খান নয়, বরং ঘরের ছেলে সলমনের ভাবমূর্তি ফুটে উঠেছে। মা সলমা খানকে জড়িয়ে ধরে সলমন নাচ করছেন। সমস্ত মায়েদের মতো সলমাও লজ্জা পাচ্ছেন নাচ করতে। সলমন নিজের মা ও পরিবারকে যথেষ্ট ভালোবাসেন। পরিবার সবসময় তাঁর কাছে ‘ফার্স্ট প্রায়োরিটি’।সলমন খানের মা সলমনের পিতা সেলিম খানের(selim khan) প্রথমা স্ত্রী সলমা খান। বিয়ের আগে সলমা হিন্দু ছিলেন। কিন্তু বিয়ের পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেলিম ও সলমার প্রথম সন্তান হলেন সলমন। সলমা ‘গণপতি’র উপর আস্থা রাখেন। এই কারণে সলমন প্রতি বছর গণপতি উৎসব করেন নিজের বাড়িতে। সলমনের বাড়ির গণপতি উৎসবে বলিউডের একাধিক তারকা নিমন্ত্রিত থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে প্রভু দেবা(prabhu deva) পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি(Disha patani)। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ (Bigg Boss-14)সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এই মুহূর্তে প্রভু দেবা পরিচালিত ফিল্ম ‘রাধে’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান। সলমন খানের প্রযোজনায় এই ফিল্মটি নির্মিত হচ্ছে। ‘রাধে’ ফিল্মে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়া সলমন কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’ সঞ্চালনা করছেন। সলমনের দক্ষ সঞ্চালনার ফলে ‘বিগ বস-14’-এর টিআরপি এই মুহূর্তে যথেষ্ট ভালো।এছাড়া সলমনের আপকামিং ফিল্ম ‘অন্তিম’-এর ফার্স্ট লুক সামনে এসেছে। এই ফিল্মে সলমন একজন শিখ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।

About Author