Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“রামনবমী আসতে দিন, আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে”, সভামঞ্চ থেকে অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

এবারে শুধুমাত্র তিনি একা নন, তার বাবার শিশির অধিকারী (Sisir Adhikary) এবং দুই ভাই দিব্যেন্দু অধিকারি এবং সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন। এদিন খরদা সভা থেকে এমনটাই ইঙ্গিত দিলেন…

Avatar

এবারে শুধুমাত্র তিনি একা নন, তার বাবার শিশির অধিকারী (Sisir Adhikary) এবং দুই ভাই দিব্যেন্দু অধিকারি এবং সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন। এদিন খরদা সভা থেকে এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী এবং বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুভেন্দু এদিন বললেন, ” এখনো তো বাসন্তী পূজাটা আসেনি। রামনবমী টা আসতে দিন। আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোকেরা কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে পদ্ম ফুঁটিয়ে আসবো। ” তবে এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, আমার বাড়ির লোক বলতে তিনি বিজেপি দলকে বুঝিয়েছেন নাকি তার নিজের পরিবারের শিশির, সৌমেন্দু এবং দিব্যেন্দুকে বুঝিয়েছেন। তবে রাজনৈতিক মহলের ধারণা, তার বাড়ির বাকি তৃণমূল সদস্যরাও এবারে বিজেপিতে যোগ দিতে পারেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূলে থাকার জন্য লজ্জিত বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু কে খোঁচা দিয়ে মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সেদিন বললেন,” তোমার বাবা এবং ভাই এখনো পর্যন্ত তৃণমূলে আছে। তাদেরকে তো তুমি বিজেপিতে আনতে পারলে না। আর তুমি আবার বাংলাকে নরেন্দ্র মোদির হাতে তুলে দেবে।” রাজনৈতিক মহলের ধারণা অভিষেকের সেই চ্যালেঞ্জের পাল্টা উত্তর দিলেন এদিন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে অধিকারী পরিবারের রাজনৈতিক অবস্থান কিছুটা পরিবর্তন তো হয়েছে। এবং রাজনৈতিক মহলে যাবতীয় জল্পনার মূলে রয়েছে বর্তমানে অধিকারী পরিবার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অবশ্য বিজেপিতে যোগদানের সম্ভাবনায় শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারি ( Dibyendu Adhikary ) বলেছিলেন,” আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি।” দিব্যেন্দুর আরো মন্তব্য ছিল,” এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তৃণমূল সাংসদ আছি এবং থাকব। আমি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক। আমার অবস্থান স্পষ্ট।” তবে, শিশির অধিকারী থেকে সেরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি।

About Author